তারেক-জোবাইদাকে গ্রেপ্তারের ভিত্তিহীন খবর প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সস্ত্রীক গ্রেফতার সম্পর্কিত আল-জাজিরার স্ক্রিনশটটি ভুয়া।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার খবরের অনুরূপ একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হচ্ছে, মানি লন্ডারিংয়ের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমান লন্ডনে গ্রেপ্তার হয়েছেন, যা ১৪ জুন সংবাদমাধ্যমটিতে প্রকাশিত হয়েছে। স্ক্রিনশটের নিচে লেখা হয়েছে, “লন্ডন পুলিশের দাবি, এই দম্পতি লন্ডনে নিয়ন্ত্রণ করেন ৩৮ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি! নেই বৈধ কোনো আয়ের উৎস।” এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৪ জুন 'Mizanur Rahman Sabuj নামের একটি ফেসবুক আইডি থেকে স্ক্রিনশটটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "লন্ডনে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান গ্রেফতার! সূত্র: আল জাজিরা"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি ভিত্তিহীন এবং আল-জাজিরায় এমন কোনো সংবাদ প্রকাশেরও হদিস পাওয়া যায়নি।
প্রথমত, আলোচ্য ফেসবুক পোস্টগুলোতে যুক্ত করা স্ক্রিনশট অনুযায়ী, ‘Bangladeshi political leader Tarique Rahman and wife Zubaida ‘arrested’ in London’ শিরোনামে আল-জাজিরার সংবাদটি গত ১৪ জুন প্রকাশিত হয়েছে। কিন্তু উল্লেখিত শিরোনাম বা খবরের বিভিন্ন অংশ ধরে একাধিক সার্চ করার পরেও সম্প্রতি তারেক রহমানের গ্রেফতার হওয়া সম্পর্কিত কোনো খবর আল-জাজিরা বা অন্য কোনো সংবাদমাধ্যমেই খুঁজে পাওয়া যায়নি। সাধারণত, এ ধরণের কোনো গুরুত্বপূর্ণ সংবাদ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্ব সহকারেই প্রকাশিত হয়ে থাকে।
আবার, আল-জাজিরার ওয়েবসাইটের সার্চ অপশনে “Tarique rahman” লিখে সার্চ করার পর, ২০০৭ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ত্রিশটির অধিক খবর খুঁজে পাওয়া যায় এই কি-ওয়ার্ডে। সর্বশেষ প্রকাশিত খবরটি অন্তত ৪ বছর আগের এবং এর কোনোটির সাথেই আলোচ্য ফেসবুক পোস্টে প্রচারিত স্ক্রিনশটের অনুরূপ খবরের মিল পাওয়া যায়না। অর্থাৎ ১৪ জুন তারেক ও জোবাইদা রহমানের লন্ডনে গ্রেপ্তার সংক্রান্ত কোনো খবর আল-জাজিরায় নেই বা প্রকাশিত হয়নি। দেখুন--
তবে সার্চ করার পর, আল-জাজিরায় ‘Bangladesh : Tarique Rahman jailed for money laundering’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়, যা ২০১৬ সালের ২১ জুলাই প্রকাশিত হয়েছে। মূলত ২০১৬ সালে বাংলাদেশের একটি আদালত কর্তৃক মানি লন্ডারিংয়ের অভিযোগে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ড প্রদানের প্রেক্ষিতে খবরটি প্রকাশিত হয়েছিল। তবে লন্ডনে তারেক রহমানের গ্রেফতার হবার কোনো সংবাদ নেই। আর উক্ত খবরের বিবরণ ও ফিচার ছবির সাথেও ফেসবুকে প্রচারিত আলোচ্য স্ক্রিনশটের কোনো মিল নেই।
অর্থাৎ আল-জাজিরার খবরের অনুরূপ স্ক্রিনশটি মূলত এডিট করা হয়েছে। তারেক রহমান ও তাঁর স্ত্রীকে গ্রেফতার সংক্রান্ত কোনো খবর আল-জাজিরা বা কোনো সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়নি।
সুতরাং আল-জাজিরার খবরের স্ক্রিনশট সম্পাদনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমান লন্ডনে গ্রেপ্তারের ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।