'কখনও কখনও অনুগত হওয়ার চেয়ে লোভী হওয়া অনেক ভালো' এমন কথা বলেননি বুমরাহ
বুম বাংলাদেশ দেখেছে, 'কখনও কখনও অনুগত হওয়ার চেয়ে লোভী হওয়া অনেক ভালো' লেখা সম্বলিত ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশটটি এডিটেড।
সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজ সহ সাধারণ পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরাহ তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "কখনও কখনও অনুগত হওয়ার চেয়ে লোভী হওয়া অনেক ভালো"। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ নভেম্বর 'Cricfrenzy.com' নামের একটি ফেসবুক পেজ থেকে "হার্দিক পান্ডিয়া লোভী, বুমরাহ অনুগত! মুম্বাই ইন্ডিয়ান্সকে ইন্সটা থেকে আনফলো করলেন বুমরাহ !" ক্যাপশনে একটি ভিডিও প্রতিবেদন পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এ বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ঢাকা পোস্ট, হিন্দুস্তান টাইমস বাংলা, এই সময়, সংবাদ প্রতিদিন, দ্য ওয়াল, আনফোল্ড বাংলা।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। জসপ্রীত বুমরাহ ইনস্টাগ্রামে আলোচ্য স্টোরিটি পোস্ট করেননি, "কখনও কখনও অনুগত হওয়ার চেয়ে লোভী হওয়া অনেক ভালো" লেখা স্ক্রিনশটটি এডিট করে তৈরি করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে সামাজিক মাধ্যম এক্স-এ (টুইটার) ‘Mufaddal Vohra' নামের একটি একাউন্ট থেকে গত ২৮ নভেম্বর "Jasprit Bumrah's Instagram story." ক্যাপশনে একটি স্ক্রিনশট যুক্ত পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে দেখা যায় ৩৯ মিনিট আগে পোস্ট করা জসপ্রীত বুমরাহ এর ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট যেখানে লেখা "Silence is sometimes the best answer"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, ভারতীয় তথ্য যাচাই প্রতিষ্ঠান বুমলাইভ-এ গত ২৮ নভেম্বর "No, Bumrah Did Not Post About Greed And Loyalty Referring To IPL Transfers" শিরোনামে একটি তথ্য যাচাই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "এক্স একাউন্টে Mufaddal Vohra এর পোস্ট করা স্ক্রিনশট থেকে সম্পাদনা করে আলোচ্য স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।" তথ্য যাচাই প্রতিবেদনটিতে উল্লেখিত দুই স্থিরচিত্রের তুলনার স্ক্রিনশট দেখুন--
উল্লেখ্য NBCUniversal এবং TV18-এর মধ্যে যৌথ উদ্যোগে পরিচালিত ভারতীয় টেলিভিশন (ব্যবসা এবং আর্থিক বিষয়ক সংবাদ চ্যানেল) 'CNBC TV18' এর অনলাইন সংস্করণে আলোচ্য স্ক্রিনশট দিয়ে সংবাদ প্রকাশ করলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেয় চ্যানেলটি।
অর্থাৎ ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহ "কখনও কখনও অনুগত হওয়ার চেয়ে লোভী হওয়া অনেক ভালো" লিখে ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেননি।
সুতরাং, এডিটেড একটি ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশটকে সূত্র ধরে সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে জসপ্রীত বুমরাহ এর নামে ভুল মন্তব্য প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।