বরফে ঢাকা হিন্দু সাধুর ধ্যানের দাবি করা ছবিটি এডিট করা
বুম বাংলাদেশ দেখেছে, ভাইরাল ছবিটি এডিট করা বরং আসল ছবিটিতে ওই সাধুকে সারা গায়ে ছাই মেখে বসে থাকতে দেখা যাচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একজন সাধুর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি একজন সন্ন্যাসীর যিনি সারা শরীরে বরফ মেখে বরফের মাঝে ধ্যান করছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১১ ফেব্রুয়ারি 'রাষ্ট্রবাদী চিন্তাধারার বিকাশ' নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "সারা শরীরে বরফ.. বরফের মাঝে ধ্যানমগ্ন সনাতন ধর্মের প্রানপুরুষ এক মহান সন্যাসী, সনাতন ধর্ম সম্পর্কে না বুঝে না জেনে অনেক নিচ মানব খিল্লি করেন, একদিন সমস্ত পৃথিবী জুরে সনাতন ধর্মের জোয়ার বইবে, এটাই সনাতনী হিন্দুদের দৃঢ় বিশ্বাস। জয় সনাতন ধর্মের জয়।" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি এডিট করা। মূলত, ঐ সাধু এক মেলায় সারা গায়ে ছাই মাখা অবস্থায় ধ্যান করছিলেন।
রিভার্স সার্চ করার পর, ছবিটি 'Baba sarbangi।' নামে এক ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়, যা ২০১৯ সালের ১৮ জুন আপলোড করা হয়েছে। ছবির বর্ণনায় বলা হয়েছে 'জুনা আখাড়ার বাবা ভালে গিরি জি মহারাজ'। একই পরিচয়ে এরকম ছবি আরও বেশ কিছু আইডি থেকে পোস্ট করা হয়েছে।
এই সূত্র ধরে সার্চ করার পর, 'Baba Sarbangi vlog' নামে ইউটিউব চ্যানেলে গিরি জি মহারাজ সম্পর্কিত একাধিক ভিডিও দেখতে পায় বুম বাংলাদেশ। সেখানে ২০১৮ সালের ১৬ অক্টোবর আপলোড করা আলোচ্য ফেসবুক ছবির অনুরূপ বসে থাকা অবস্থায় একটি ভিডিও পোস্ট করতে দেখা গেছে।
ফেসবুকে পোস্ট করা এমন আরেকটি ভিডিও দেখুন--
অর্থাৎ ছবিটি বরফের মাঝে ধ্যানমগ্ন অবস্থার নয়। মূলত এডিট করে ছবিটি সাদা করা হয়েছে।
ছবিটি আরও ভালোভাবে বোঝার জন্য নিচে ভাইরাল ছবি এবং ফেসবুক থেকে পাওয়া আসল ছবির তুলনা করা হলো--
ছবিটি এর আগে বুম লাইভ বাংলা যাচাই করেছে।
সুতরাং ছাই মাখা অবস্থায় ধ্যানে থাকা সাধুকে বরফের মাঝে ধ্যানমগ্ন সন্ন্যাসী দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।