সাকিব আল হাসানের পুরোনো ভিডিও সাম্প্রতিক হিসেবে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, সামাজিক মাধ্যমে প্রচারিত সাকিব আল হাসানের ভিডিওটি ২০১৮ সাল নিরাপদ সড়ক আন্দোলনের সময়ের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসানের একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে; অবশেষে কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে মুখ খুললেন সাকিব আল হাসান। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৩১ জুলাই 'Little Ovi' নামের পেজ থেকে রিলস আকারে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওর মধ্যে উল্লেখ করা হয়, "অবশেষে ছাত্রদের সাথে সম্মতি প্রকাশ করল সাকিব আল হাসান"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক আন্দোলনের সময়ের নয় বরং সামাজিক মাধ্যমে প্রচারিত সাকিব আল হাসানের ভিডিওটি ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময়ের।
সংশ্লিষ্ট বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে সার্চ এর মাধ্যমে জাতীয় দৈনিক 'প্রথম আলো'-এর অনলাইন সংস্করণে ২০১৮ সালের ৪ আগস্ট "আমাকে ভুল বুঝবেন না, অনুরোধ সাকিবের" শিরোনামে আলোচ্য ভিডিওর স্থিরচিত্রের ন্যায় হুবহু একটি ছবি যুক্ত প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে ভিডিওটির ব্যাপারে উল্লেখ করা হয়, ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের সময়ে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু সমালোচনার মুখে পড়ায় পোস্টটি ডিলিট করে নতুন একটি ভিডিও পোস্ট করেন তিনি (সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে সার্চ করে ফেসবুকে সাকিব আল হাসানের ভেরিফাইড ফেসবুক পেজে ২০১৮ সালের ৩ আগস্ট প্রকাশিত মূল ভিডিওটি পাওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পোস্টটির প্রিভিউ দেখুন--
অর্থাৎ সামাজিক মাধ্যমে প্রচারিত সাকিব আল হাসানের আলোচ্য ভিডিওটি ২০১৮ সাল নিরাপদ সড়ক আন্দোলনের সময়ের।
উল্লেখ্য এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সাকিব আল হাসান এর অফিশিয়াল সামাজিক মাধ্যমগুলোতে কিংবা গণমাধ্যমেও কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
সুতরাং সামাজিক মাধ্যমে সাকিব আল হাসানের ২০১৮ সালের একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।