ফেক নিউজ
কেবল সৌদি আরবের পতাকায়ই কি 'লা ইলাহা ইল্লাল্লাহ' আছে?
সৌদি আরবের পতাকাতেই কেবল 'লা ইলাহা ইল্লাল্লাহ' আছে বলে বিভ্রান্তিকর দাবি সম্বলিত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু পোস্ট শেয়ার হচ্ছে যেখানে একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টারের সাথে সৌদি আরবের পতাকা উড়ছে। পোস্টে সৌদি আরবের পতাকাকে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" তথা ইসলামের কালিমা সম্বলিত বিশ্বের একমাত্র পতাকা বলে দাবী করা হচ্ছে।
এরকম একটি পোস্টে দেখা যায় উক্ত ভিডিওর সাথে একটি লেখা যুক্ত করা হয়েছে যার প্রথম অংশ হল--
"৫৭ টা মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র সৌদির ন্যাশনাল ফ্লাগে "লা হিলাহা ইল্লাল্লাহু" মুসলমান হওয়ার প্রধান শর্ত কলেমা বহন করে, যার অর্থ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই ! কিন্তু এর আরেকটা অর্থ হচ্চে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না !!"
ফ্যাক্ট চেক:
অনুসন্ধানে দেখা যায় শুধু সৌদি আরব নয় বরং আফগানিস্তানের পতাকাতেও একইভাবে আরবীতে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" সংযুক্ত আছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইটে এ ব্যাপারে তথ্য পাওয়া যায়।
১৯৯২ সাল থেকে আফগানিস্তানের পতাকার সাথে উক্ত কালেমা যুক্ত আছে বলে জানা যায়। দেখুন এখানে।
অর্থাৎ কেবল সৌদি আরবের পতাকাতে "লা ইলাহা ইল্লাল্লাহ" যুক্ত থাকার দাবিটি অসত্য।
Claim : ৫৭ টা মুসলিম দেশের মধ্যে একমাত্র সৌদি আরবের পতাকায় \"লা হিলাহা ইল্লাল্লাহু\" খচিত রয়েছে
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story