শুভমান গিলের ওডিআই র্যাংকিং নিয়ে কোনো টুইট করেনি সারা টেন্ডুলকার
বুম বাংলাদেশ দেখেছে, টুইটারে সারা টেন্ডুলকারের কোনো একাউন্ট নেই, একটি প্যারোডি একাউন্ট থেকে পোস্টটি করা হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে ভারতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের নামে একটি এক্স (সাবকে টুইটার) একাউন্টের পোস্টের স্ক্রিনশট পোস্ট করে দাবি করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শুভমান গিল ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৯ নভেম্বর 'খেলার আপডেট' নামের একটি পেজ থেকে পোস্ট করে সেখানে লেখা হয়, "তবে কি গুঞ্জনই সত্য? সারা টেন্ডুলকারের সাথেই প্রেমে মজেছেন শুবমান গিল।" নিচে স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। র্যাংকিংয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান শুভমান গিল এমন দাবি করে শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার কোনো টুইট করেননি। সারা টেন্ডুলকারের কোনো এক্স একাউন্ট নেই বরং যে আইডি থেকে টুইট করা হয়েছে সেটি এক প্যারোডি একাউন্ট।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য স্ক্রিনশটের অনুরূপ সামাজিক মাধ্যম এক্স এ (সাবেক টুইটার) সারা টেন্ডুলকারের একাউন্টে গিয়ে পোস্টটি খুঁজে পাওয়া যায়। একাউন্টটি ভেরিফায়েড হলেও সেটি 'প্যারোডি' হিসেবে উল্লেখ করা হয়। স্ক্রিনশট দেখুন--
একাউন্টির নীল টিক- এ (ব্লু ফেরিফিকেশন) গিয়ে দেখা যায়, ২০১৯ সালে টুইটারে ওপেন করা অ্যাকাউন্টটি চলতি নভেম্বর মাসেই বুলু ভেরিফাইড করা হয়েছে।
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে সারা টেন্ডুলকারের নামে কোনো টুইটার একাউন্ট খুঁজে পাওয়া যায়নি। তবে ২০১৯ সালের ২৭ নভেম্বর শচীন টেন্ডুলকার-এর ভেরিফাইড এক্স (টুইটার) অ্যাকাউন্টে একটি টুইট খুঁজে পাওয়া যায়। সেখানে বলা হয়, "শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন এবং মেয়ে সারা টেন্ডুলকারের নামে কোনো টুইটার একাউন্ট নেই।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ওডিআই র্যাংকিংয়ে শুভমান গিলের শীর্ষে অবস্থান করা নিয়ে সারা টেন্ডুলকারের নামে ভুয়া বা প্যারোডি টুইটার অ্যাকাউন্ট থেকে টু্ইটটি করা হয়েছে।
সুতরাং সারা টেন্ডুলকারের নামে একটি প্যারোডি এক্স অ্যাকাউন্ট থেকে শুভমান গিলকে নিয়ে একটি পোস্টের স্ক্রিনশট পোস্ট করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।