লেবাননের বিস্ফোরণের ভিডিওকে রুশ-ইউক্রেন সংঘাতের দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, লেবাননের রাজধানী বৈরুতে ২০২০ সালে ঘটা বিস্ফোরণের দৃশ্য এটি, রুশ-ইউক্রেন যুদ্ধের নয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে ইউক্রেন-রাশিয়ার সামরিক সংঘাতের প্রেক্ষিতে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে এটি চলমান যুদ্ধে একটি বিস্ফোরণের দৃশ্য। ভাইরাল ভিডিওটির শুরুর ৭ সেকেন্ডে ওই বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
যেমন গত ২৫ ফেব্রুয়ারি '𝐊 𝐀 𝐒 𝐌 𝐔 𝐑 𝐀' নামে একটি পেজ থেকে ভিডিও ক্লিপটি আপলোড করে ক্যাপশনে লেখা হয় "রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভিডিও the Russia-Ukraine war" স্ক্রিনশটে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা বিভ্রান্তিকর। মূলত লেবাননের রাজধানী বৈরুতে ২০২০ সালে ঘটা বিস্ফোরণের দৃশ্যকে রুশ-ইউক্রেন যুদ্ধের দাবি করা হচ্ছে।
আলোচ্য অংশটি রিভার্স ইমেজ সার্চ করলে, ব্রিটিশ গণমাধ্যম সান-এ "Beirut explosion - mushroom shaped blast rips through Lebanese capital" শিরোনামের ইউটিউব ভিডিওতে আলোচ্য ক্লিপটি খুঁজে পাওয়া যায়।
একই ভিডিওর দৃশ্য ২০২০ সালের ৪ আগস্ট প্রকাশিত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ইউটিউব চ্যানেলেও খুঁজে পাওয়া যায়। ভিডিওর ডিস্ক্রিপশন থেকে জানা যায়, ২০২০ সালের ৪ আগস্ট লেবাননের রাজধানী শহর বৈরুতে এক বিস্ফোরণ ঘটে যাতে বহু মানুষ হতাহত হন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকার গুদামে জমে থাকা অ্যামোনিয়াম নাইট্রেট থেকে ওই বিস্ফোরণের সূত্রপাত হয়।
অর্থাৎ লেবাননের রাজধানী বৈরুতের বিস্ফোরণের ভিডিওকে রুশ-ইউক্রেন যুদ্ধের দাবি করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।