ফেক নিউজ
লেবাননে পারমানবিক বোমা বিস্ফোরণের গুজব
বিবিসির সংবাদের একটি ভিডিও ব্যবহার করে লেবাননে ভয়ংকর পারমানবিক বোমার বিস্ফোরণ হয়েছে বলে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে ''এই মাত্র পাওয়া খবর| লেবাননে ভয়ংকর পারমাণবিক বোমা বিস্ফোরণ'' শিরোনামে একটি ভিডিও ছড়ানো হচ্ছে যার মাধ্যমে লেবাননের রাজধানী বৈরুতে আগস্টের ৪ তারিখে হওয়া বিস্ফোরণকে ভয়ংকর পারমানবিক বোমা হামলা বলে অভিহিত করা হয়েছে। দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
'পারমানবিক বোমা বিস্ফোরণের ভিডিও' দাবি করা ভিডিওটি আসলে বিবিসি নিউজের একটি প্রতিবেদনের অংশবিশেষ। বিবিসির প্রতিবেদনটি দেখুন এখানে। ভিডিওটির ৪০ সেকেন্ড থেকে বাকি অংশটি ফেসবুকের ভিডিওটিতে নেয়া হয়েছে।
প্রতিবেদনটির কোথাও বিস্ফোরণের ঘটনাটিকে পারমানবিক বোমা বিস্ফোরণ বলে উল্লেখ করা হয়নি। তবে প্রতিবেদনটিতে বৈরুতের একটি ওয়্যারহাউসে এত বিপুল পরিমাণ আ্যমোনিয়াম নাইট্রেট এর মত বিস্ফোরক মজুত করে রাখা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
এছাড়া লেবানন কর্তৃপক্ষ বিস্ফোরণের বিষয়ে যেসব তথ্য প্রকাশ করেছে তাতে কোথাও বোমা হিসেবে বিস্ফোরণটিকে অভিহিত করা হয়নি।
Claim : লেবাননে ভয়ংকর পারমানবিক বোমার বিস্ফোরণ হয়েছে
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story