ফেক নিউজ
আবারও এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব
এই খ্যাতিমান অভিনেতার মৃত্যু নিয়ে আগেও একাধিকবার ভুয়া খবর ছড়িয়েছিলো ফেসবুকে।
বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা এটিএম শামুসজ্জামান মারা গেছেন বলে শুক্রবার (১৬ মে) রাতে একটি খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ফ্যাক্ট চেক:
এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামানের সাথে রাতেই যোগাযোগ করেছে বুম বাংলাদেশ। রুনী জানিয়েছেন, শামসুজ্জামান সুস্থ আছেন।
এছাড়া রুনীর বরাতেই জাতীয় সংবাদমাধ্যমগুলোতেও একই খবর প্রকাশিত হয়েছে।
আগেও একাধিকবার ছড়িয়েছিলো একই গুজব:
২০১৯ সালে--
২০১৮ সালে--
২০১৩ সালে--
Claim : অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story