ফেক নিউজ
মাওলানা গোলাম সারওয়ারের মৃত্যুর ভুয়া খবর
মাওলানা গোলাম সারোয়ার সাঈদী (পীরসাহেব আড়াইবাড়ী) এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ।
ব্রাহ্মনবাড়িয়ার আড়াইবাড়ি ইসলামিয়া সাইদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী (পীরসাহেব আড়াইবাড়ী) ইন্তেকাল করেছেন বলে একটি খবর আজ ৭ নভেম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।
Nazim Uddin Ahmad নামক একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়--
''#শোক_সংবাদ
প্রখ্যাত মোফাসসির, গবেষক ও আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী (পীরসাহেব আড়াইবাড়ী) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
মহান আল্লাহ্ পাকের দরবারে একান্ত মিনতি, ইলমে দ্বীনের এই শ্রদ্ধেয় রাহবারকে যেন বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন,,আমীন।''
আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে খবরটি অসত্য বলে জানিয়ে পোস্ট দেয়া হয়েছে। "Md. Golam Sarwar Saide - মো. গোলাম সারোয়ার সাঈদী" নামক ফেসবুক পেইজের এক পোস্টে বলা হয়--
"অনেকেই আপনাদের প্রিয় মো. গোলাম সারোয়ার সাঈদী সাহেবের মৃত্যুর গুজব রটাচ্ছেন। দয়া করে সবাই সতর্কতা অবলম্বন করুন। প্রিয় হুজুর আগের চেয়ে কিছুটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাই।"
এছাড়া তার মৃত্যুর খবর ফেসবুকে আসার পর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কোন সংবাদসাধ্যমে এরকম কোন খবর এখন পর্যন্ত আসেনি।
Claim : আড়াইবাড়ীর পীর মাওলানা গোলাম সারোয়ার সাঈদী ইন্তেকাল করেছেন
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story