অনলাইন পোর্টালে সাহারা খাতুন মারা যাওয়ার ভুয়া খবর
ভুয়া সংবাদ প্রচারের পর পোর্টালটি তা সরিয়ে ফেললেও সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন মারা গেছেন- শনিবার দিবাগত রাতে এমন খবর প্রকাশ করেছে অনলাইন কয়েকটি পোর্টাল।
এর মধ্যে সর্বপ্রথম খবরটি প্রকাশ করে www.dainikshiksha.com নামে একটি পোর্টাল।
তাদের প্রতিবেদনের ক্যাশে লিংক আর্কাইভ করা আছে এখানে।
খবরটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখুন কিছু স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
প্রথম খবর প্রকাশকারী পোর্টাল www.dainikshiksha.com তাদের ওয়েবসাইট থেকে এ সংক্রান্ত প্রতিবেদন সরিয়ে ফেলেছে (যদিও কোনো ধরনের দুঃখপ্রকাশ বা ঘোষণা ছাড়াই)।
গুগল থেকে www.dainikshiksha.com এর প্রতিবেদনের শিরোনামে ক্লিক করলে ওয়েবসাইটে গিয়ে "Nothing found" ডায়ালগ সম্বলিত একটি পেইজ পাওয়া যায় শুধু।
www.dainikshiksha.com এর প্রতিবেদনে হুবহু কপি করে প্রকাশ করেছিল আরও কিছু অখ্যাত অনলাইন পোর্টাল। সেগুলোর কয়েকটিতেও খবরটি প্রকাশের কিছুক্ষণ পরে সরিয়ে দেয়া হয়েছে।
শনিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে এডভোকেট সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমানের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ।
তিনি জানান, সাহারার মৃত্যু সংবাদ একটি সম্পূর্ণ ফেইক নিউজ।
মজিবুর রহমান বলেন, "আমি রাত ১২টায় উনার সাথে সাক্ষাৎ করে মাত্র রুমে এলাম। গতকাল শনিবার দিনে তার প্রেশার স্বাভাবিক রাখার জন্য ওষুধ দেয়ার প্রয়োজন হচ্ছিল। কিন্তু রাতে ওষুধ ছাড়াই প্রেশার স্বাভাবিক আছে। আগের চেয়ে কিছুটা ভালো এখন তার শারিরীক অবস্থা।"
মজিবুর রহমান আরও জানান, আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও এখনও তিনি ক্রিটিক্যাল পেশেন্ট হিসেবেই ইউনাইটেডের আইসিউতে আছেন।
চার বার তার করোনা টেস্ট করা হলেও প্রতিবারই নেগেটিভ ফলাফল এসেছে বলেও ব্যক্তিগত সহকারী জানিয়েছেন।