রুমিন ফারহানার বক্তব্যকে এডিট করে বিভ্রান্তিকরভাবে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ওবায়দুল কাদেরকে নিয়ে রুমিন ফারহানার দেওয়া একটি বক্তব্যকে এডিট করে তা ভিন্ন অর্থে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দলটির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার দেওয়া বক্তব্যে হতাশ হয়েছেন বিএনপি সমর্থকরা। ওই ভিডিওটিতে তারেক রহমানকে নিয়ে রুমিন ফারহানাকে নেতিবাচক কথা বলতে দেখা যায়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৯ সেপ্টেম্বর 'Bangla Politix' নামে একটি ফেসবুক পেজে একটি রিল ভিডিও পোস্ট করা হয়। ওই পোস্টে লেখা থাকতে দেখা যায়, "তারেক জিয়াকে নিয়ে রুমিন ফারহানার বেফাঁস মন্তব্যে হতাশ বিএনপি নেতা-কর্মীরা"। এছাড়া, ওই ভিডিওটিতে রুমিন ফারহানাকে বলতে দেখা যাচ্ছে, "আপনার অনুপস্থিতি দেশের মানুষজন খুব বোধ করে। আমাদের এই নাভিশ্বাস ওঠা জীবনে আপনি কিন্তু একটা নির্মল বিনোদনের মত।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে রুমিন ফারহানার দেওয়ার একটি বক্তব্যকে এডিট করে মূল অর্থ পাল্টে দিয়ে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া বলে প্রচার করা হচ্ছে।
আলোচ্য পোস্টের ভিডিওটি থেকে কি-ওয়ার্ড নিয়ে সার্চ করে 'Rumeen's Voice' নামে একটি ইউটিউব চ্যানেলে গত ২৭ সেপ্টেম্বর "এই দুঃসময়ে ওবায়দুল কাদেরের বিনোদন চলুক । Rumeen's Voice । রুমিন ফারহানা । Rumeen Farhana" শিরোনামে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেস্ক্রিপশন অংশে লেখা থাকতে দেখা যায়, "সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরে ওবায়দুল কাদের বলেছিলেন দুই সেলফি নাকি রাজনীতির সব সমস্যা সমাধান করে ফেলেছে। এছাড়াও তিনি আরো কিছু কথা বলেন, যেগুলোকে কৌতুক এবং বিনোদনের চাইতে বেশি কিছু বলে মনে করার কারণ নেই। এই দারুন নিরানন্দ সময়ে তাঁর কৌতুক চলুক।" ইউটিউব ভিডিওটির ১০ মিনিট ২৭ সেকেন্ড থেকে ১০ মিনিট ২৭ সেকেন্ডে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, "আমাদের এই নাভিঃশ্বাস ওঠা জীবনে আপনি একটা... জোকার বলাটা ঠিক হবে না... আপনি একটা নির্মল বিনোদনের মত। আপনি কী বলছেন, আপনি কী ছবি আপলোড করছেন ফেইসবুকে, আমরা কিন্তু সকলেই তাকিয়ে থাকি। আমাদের খুব কষ্টের জীবন ওবায়দুল কাদের সাহেব... এটা আপনারা বুঝবেন না।" ইউটিউব ভিডিওটি দেখুন--
এই ভিডিওটিকে এডিট করে ভিন্ন ভিন্ন জায়গা থেকে বক্তব্য নিয়ে আলোচ্য বিভ্রান্তিকর ভিডিওটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নয় বরং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন।
সুতরাং ওবায়দুল কাদেরকে নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যকে এডিট করে এর অর্থ পাল্টে দিয়ে তা প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।