ভিডিওতে কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি ক্রিশ্চিয়ানো রোনালদো নন
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি রোনালদোর মত দেখতে বেওয়ার আব্দুল্লাহ নামের এক ব্যক্তির কোরআন তেলাওয়াতের।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওতে কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ১৪ এপ্রিল 'Saif Uddin Bhaizan' নামের একটি আইডি থেকে একটি রিল ভিডিও পোস্ট করে লেখা হয়, "কোরআন শরীফ পড়ছেন রোনালদো"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য রিল পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওর কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নন বরং এটি বেওয়ার আব্দুল্লাহ নামে এক ব্যক্তির ভিডিও। যিনি দেখতে অনেকটা রোনালদোর মত এবং রোনালদোর স্টাইল ও ফ্যাশন অনুকরণ করে টিকটকে ভিডিও তৈরি করে থাকেন।
রিল ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করে টিকটক প্ল্যাটফর্মে ২০২১ সালে বেওয়ার আব্দুল্লাহ নামের এক ব্যক্তির টিকটক একাউন্ট থেকে 'Hello 🤲 ♬ Al Kafirun - Ahmed Al Ajamy' শিরোনামে পাবলিশ করা করা হুবহু একটি টিকটক ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। টিকটক ভিডিওটি দেখুন--
ওই টিকটক একাউন্টটি বিশ্লেষণ করে জানা যায়, বেওয়ার আব্দুল্লাহ নামে যুক্তরাজ্যের অধিবাসী ওই ব্যক্তির চেহারার সাথে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর কিছু মিল রয়েছে। ইতোমধ্যে তিনি সামাজিক মাধ্যমে রোনালদোর মতন দেখতে বলে সুপরিচিত হয়ে গেছেন। বেওয়ার আব্দুল্লাহর টিকটক একাউন্টের স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে শারীরিক অবয়বের কিছু মিল থাকায় টিকটকে পোস্ট করা বেওয়ার আব্দুল্লাহর ওই ভিডিওটিকে রোনালদোর ভিডিও বলে দাবি করা হয়েছে।
সুতরাং বেওয়ার আব্দুল্লাহ নামে এক ব্যক্তির কোরআন তেলাওয়াতের ভিডিওকে ক্রিস্টিয়ানো রোনালদোর কোরআন পড়ার ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।