পাঁচ সন্তান জন্মের পুরোনো সংবাদকে নতুন করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ২০২১ সালের নভেম্বরে কুষ্টিয়ায় সাদিয়া নামের এক নারীর পাঁচ সন্তান জন্ম দেয়ার খবরটি গণমাধ্যমে এসেছিল।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, কুষ্টিয়ায় একসাথে ৫ সন্তানের জন্ম দিলেন সাদিয়া খাতুন নামের এক নারী। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২১ জুলাই 'একুশে-ETV-সত্য উন্মচনে সর্বদা নির্বীক' নামের একটি পাবলিক গ্রুপে 'Ariya mim' নামের একটি আইডি থেকে একটি সংবাদ শেয়ার করে লেখা হয়, 'কুষ্টিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ সাদিয়া।' পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, কুষ্টিয়ার এক নারীর ৫ নবজাতকের জন্ম দেওয়ার খবরটি প্রায় ৯ মাস আগের। ২০২১ সালের নভেম্বর মাসে কুষ্টিয়ার সাদিয়া খাতুন নামে এক নারী একসাথে ৫ সন্তানের জন্ম দেন।
কী ওয়ার্ড সার্চ করে দেখা যায়, ২০২১ সালের ২ নভেম্বর RTv News-এর অনলাইন পোর্টালে 'একসঙ্গে ৫ সন্তানের জন্ম' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ২ নভেম্বর সকাল ১০টায় কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন সাদিয়া। পাঁচ শিশুর মধ্যে চারজন মেয়ে ও এক ছেলে সন্তান জন্মগ্রহণ করে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
একই দিনে নিউজ পোর্টাল 'বাংলানিউজটোয়েন্টিফোর' এর ওয়েবসাইটে 'কুষ্টিয়ায় পাঁচ সন্তান জন্ম দিলেন নারী' শিরোনামে একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি এলাকার সাদিয়া খাতুন (২৪) নামের এক অন্তঃসত্ত্বা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।" প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন---
এছাড়াও, একই সংবাদ প্রকাশ করেছে সময় নিউজ টিভি, ইনকিলাব ও মানবজমিন। প্রতিটি প্রতিবেদন ২০২১ সালের নভেম্বর মাসের ২ বা ৩ তারিখ প্রকাশিত হয়।
মূলত ২০২১ সালের ওই সংবাদটি কোনো দিন বা তারিখ উল্লেখ ছাড়াই কয়েকটি অখ্যাত নিউজ পোর্টাল একই রকম শিরোনাম দিয়ে প্রকাশ করেছে, যাতে মনে হচ্ছে ঘটনাটি সাম্প্রতিক।
অর্থ্যাৎ প্রায় ৯ মাস আগের এক নারীর পাঁচ নবজাতকের জন্ম দেওয়ার পুরোনো সংবাদকে নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।