এটি বিএনপি শাসনামলে সাংবাদিক নির্যাতনের ছবি নয়
একাধিক মূলধারার সংবাদমাধ্যমে দেখা যায়, এ বছরের ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ছবি এটি।
সামাজিক মাধ্যমে একাধিক প্রোফাইল থেকে বিএনপির শাসন আমলে সাংবাদিকদের উপর পুলিশের নির্যাতনের দাবির সাথে মিলিয়ে একটি ছবি পোস্ট করা হচ্ছে। দেখুন এমন কিছু ফেসবুক পোস্টের লিংক এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২১ মে 'Salim Mahmud' নামের আইডি থেকে একটি ছবি পোস্ট করা হয় যেখানে বেশ কিছু পুলিশের পোষাকধারী ব্যক্তিকে একাধিক ব্যক্তির উপর লাঠিচার্জ করতে দেখা যায়। উক্ত ছবিতে দাবি করা হয়, খালেদা জিয়ার আমলে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের পিটানো হয়েছিল। ফলে ছবিটি দেখে মনে হতে পারে, এটি বিএনপির শাসনামলে সাংবাদিকদের উপর পুলিশের নির্যাতনের ছবি। দেখুন পোস্টটি এখানে-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বিএনপির কোনো আমলের নয়।
একাধিক সংবাদমাধ্যমে এই ছবিটি সম্পর্কে তথ্য পাওয়া গেছে। ভয়েস অফ আমেরিকার এ বছরের ৩১ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটি দেখা গেছে। "যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির কথা উল্লেখ" শিরোনামের এ প্রতিবেদনটিতে পুলিশের লাঠিচার্জের ছবিটি ভয়েস অফ আমেরিকার নিজস্ব ছবি হিসেবে প্রকাশিত হয়েছে।
তবে ছবিটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য ভয়েস অফ আমেরিকার সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এক্ষেত্রে দৈনিক নিউজ এইজ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে এই ছবিটি পাওয়া গেছে। এ বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত সেই প্রতিবেদনে ছবিটি সম্পর্কে একাধিক তথ্য পাওয়া যায়।
এ প্রতিবেদনে ছবিটির ক্যাপশনে বলা হয় , শনিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বিএনপি'র নেতাকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে। এছাড়া সেখানে ছবিটির ফটোগ্রাফারের নামও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর-উত্তম খেতাব বাতিলের বিরুদ্ধে বিএনপি'র কর্মসূচীতে লাঠিচার্জের এই ঘটনাটি ঘটে। এতে ১২৫ জন আহত হয় এবং ১৮ জন গ্রেফতার হয়।
ছবিটিতে হলুদ এবং বেগুনি রঙের পোষাকের দুজন ব্যক্তিকে মার খেতে দেখা যাচ্ছে। যমুনা টিভির ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে একই ব্যক্তিদের দেখা গেছে।
উক্ত ভিডিওটি একই দিনে অর্থাৎ ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি আপলোড করা হয়েছে। এই ভিডিওটিতেও নিউ এইজ ও ভয়েস আমেরিকার ছবিদুটির হলুদ ও বেগুনি পোষাকের সেই দুজনকে দেখা যাওয়ায় বুঝা যাচ্ছে, যমুনা টিভির ভিডিও ও ছবি দুটি একই ঘটনার।
অর্থাৎ ২০২১ সালের বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের ছবিকে বিএনপি-শাসন আমলের সাথে মিলিয়ে প্রচার করা হয়েছে যা বিভ্রান্তিকর।