পুরোনো ছবিকে সিলেটের সাম্প্রতিক বন্যার বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, স্টক ছবির সাইট ফ্লিকারের দেয়া তথ্যমতে পানিতে কুকুরছানা বহনের ছবিটি ২০০৯ সালে ভিয়েতনামের বন্যার।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একাধিক ছবি শেয়ার করা দাবি করা হচ্ছে, ছবিগুলো সিলেটের বন্যার। তন্মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে পানিতে গামলায় করে একটি কুকুর ছানাকে বহন করছেন একজন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৮ জুন 'Abhram Abhi' নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি ছবি শেয়ার করে লেখা হয়, 'ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট। বন্যায় আটকে পরা প্রাণীগুলো সবচেয়ে বেশি অসহায়। এদের রক্ষায় সবাই এগিয়ে আসুন প্লিজ।' দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে পানিতে গামলায় করে একটি কুকুর ছানাকে বহন করা হচ্ছে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে ছবিগুলোর বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। পোস্টের দ্বিতীয় ছবিটি সিলেটের বন্যার নয় বরং ভিয়েতনামের বন্যার, যা ২০০৯ সালের নভেম্বর মাসে ভিয়েতনামের বাক লিউ প্রদেশ থেকে তোলা হয়।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে boredpanda নামের একটি ওয়েবসাইটে '45 Kids Who'll Restore Your Faith In Humanity' শিরোনামে ও 'This Young Filipino Girl Trying To Keep Her Puppy Safe During A Flood' সাব-শিরোনামের একটি আর্টিকেলে খুঁজে পাওয়া যায় যেটি ৫ বছর আগে প্রকাশিত হয়েছিল। এই আর্টিকেলে ছবিটিকে ফিলিপাইনের দাবি করায় আজ থেকে প্রায় দুই মাস আগে Huynh Dung নামের এক ব্যক্তি ছবিটির নিচে কমেন্ট করে দাবি করেন, ছবিটি তাঁর তোলা এবং এটি ভিয়েতনামের। ওই ঘটনার ছবির পুরো সিরিজ তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। ওই আর্টিকেল ও ছবিটির নিচে পাঠকের কমেন্টের স্ক্রিনশট দেখুন--
এর সুত্র ধরে আরো সার্চ করে ছবিটি স্টক ছবির ওয়েবসাইট ফ্লিকারে এটি খুঁজে পাওয়া গেছে। সেখানে ছবিটির বর্ণনা থেকে জানা যায় ছবিটি ২০০৯ সালের ২৮ নভেম্বর ভিয়েতনামের বাক লিউ প্রদেশে বন্যার সময় তোলা হয়েছে। ভিয়েতনামিজ ভাষায় লিখা শিরোনামের স্বয়ংক্রিয় অনুবাদ ও ইংরেজি বর্ণনায়, জলবায়ু পরিবর্তনের কারণে ভিয়েতনামের ওই অঞ্চলে এই বন্যা বলে উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
ফ্লিকার ব্যতীত বহু ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্মে ২০০৯ সালের পর থেকে ছবিটি বিভিন্ন প্রতিবেদনের সাথে প্রচারিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে প্রাণীর প্রতি মানবিক আচরণ হিসেবে বর্ণনা করা হয়েছে, তবে কোথাও ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়নি। আরো সার্চ করে ছবিটির ফ্রেমবন্দী একটি ভার্সন পাওয়া গেছে, জাপানি ভাষার একটি ভ্রমন বিষয়ক ব্লগে। যেখানে লেখক ভিয়েতনাম ভ্রমণ করে এসে অনেকগুলো ছবি সহ তার অভিজ্ঞতা তুলে ধরেছেন। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ফ্লিকারের দেয়া তথ্যমতে ২০০৯ সালে ভিয়েতনামে বন্যা চলাকালে তোলা একটি ছবিকে সিলেটের সাম্প্রতিক বন্যার ঘটনার বলে প্রচার করা হচ্ছে।
সুতরাং প্রায় এক যুগেরও বেশি পুরোনো ভিন্ন দেশের বন্যার একটি ছবিকে সিলেটের সাম্প্রতিক বন্যার সাথে মিলিয়ে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।