প্রথম আলোর পুরোনো সংবাদের স্ক্রিনশট ফেসবুকে বিভ্রান্তিকরভাবে প্রচার
প্রথম আলোয় ২০১৪ সালে প্রকাশিত একটি সংবাদের স্ক্রিনশট নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে দৈনিক পত্রিকা প্রথম আলোর একটি সংবাদের স্ক্রিনশট প্রচার করা হচ্ছে, যেখানে সংবাদের শিরোনামে লেখা রয়েছে "বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক"। সম্প্রতি রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে বিএনপি'র অবস্থান কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষের পর বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এরপরই প্রথম আলোর সংবাদের এই স্ক্রিনশটটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৯ জুলাই "পিচ্চি আলামিন" নামের একটি ফেসবুক আইডি থেকে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সন থেকে একটি স্ক্রিনশটের ছবি পোস্ট করে বলা হয়, "২৯ , জুলাই , ২০২৩/ বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের। ৩ নেতা-কর্মী আটক করেছে পুলিশ।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ পোস্টে প্রচারিত স্ক্রিনশটের সংবাদটি গত ২৯ জুলাইয়ের বলে দাবি করা হচ্ছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয় অর্থাৎ সংবাদটি সাম্প্রতিক নয়। আলোচ্য পোস্টের স্ক্রিনশটের সংবাদটি ২০১৪ সালের ১ জানুয়ারি দৈনিক পত্রিকা প্রথম আলোয় প্রকাশিত হয়। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনার প্রেক্ষিতে সংবাদটির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে, এটি বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছে প্রথম আলো।
কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর অনলাইন ভার্সনে ২০১৪ সালের ১ জানুয়ারি "বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। আলোচ্য পোস্টে যুক্ত স্ক্রিনশটের ছবি এবং এই প্রতিবেদনের শিরোনাম হুবহু এক। স্ক্রিনশট দেখুন--
এবারে আলোচ্য পোস্টে যুক্ত সংবাদের স্ক্রিনশট (বামে-মোবাইল ভার্সন) এবং প্রতিবেদন থেকে নেয়া স্ক্রিনশট (ডানে-কম্পিউটার ভার্সন) দেখুন পাশাপাশি--
এছাড়া প্রথম আলো পত্রিকার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ডিজিটাল কার্ড পোস্ট করে আলোচ্য স্ক্রিনশটের সংবাদটি ২০১৪ সালের বলে জানানো হয়। পুরোনো সংবাদের অংশবিশেষের স্ক্রিনশট উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে বলেও জানায় গণমাধ্যমটি। প্রথম আলোর ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে ২০১৪ সালে প্রকাশিত প্রায় ৯ বছরের অধিক পুরোনো একটি সংবাদের স্ক্রিনশট নিয়ে তা সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।