বাংলাদেশিদের জন্য ডিভি প্রোগ্রামে আবেদনের ভুয়া লিংক প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, যুক্তরাষ্ট্রের ডিভি প্রোগ্রাম-২০২৪ এ আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ অনুপোযুক্ত।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের লিংক পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশি ও প্রবাসীদের আমেরিকায় ফ্রি যেতে এবার ডাইভার্সিটি ভিসা (ডিভি) ২০২৪-এ আবেদনের সুযোগ রয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ এপ্রিল 'MD Sujon' নামের একটি আইডি থেকে এমন একটি লিংকটি পোস্ট করা হয়। লিংকের শিরোনাম হিসেবে লেখা থাকতে দেয়া যায়, "বাংলাদেশী ও প্রবাসীরা আবেদন করুন এই লিংক থেকে" এবং শিরোনামের নিচে লেখা রয়েছে, "আমেরিকান DV লটারী ২০২৪ আবেদন করুন"। আর লিংকের ফিচার ইমেজের উপরে লেখা রয়েছে, "ডিভি লটারীতে এবার বাংলাদেশী ও প্রবাসীদের আবেদনের সুযোগ, আমেরিকায় যাওয়ার সুযোগ ফ্রী"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি ভিত্তিহীন ও প্রতারণাপূর্ণ। যুক্তরাষ্ট্রের ডাইভার্সিটি ভিসা (ডিভি) প্রোগ্রাম-২০২৪ সালে আবেদনের জন্য বাংলাদেশি ও বাংলাদেশি প্রবাসীরা অনুপোযুক্ত।
প্রথমত
ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত কয়েকটি পোস্ট পর্যবেক্ষণ করে দেখা গেছে লিংকগুলো একই ধরণের নয় অর্থাৎ ভিন্ন ভিন্ন। নমুনা স্বরূপ কয়েকটি লিংকের ঠিকানা উল্লেখ করা হল-- ১. EJOBSNEW.COM, ২. ALLJOBSCIRCULARBD.COM, ৩. JOBNEWS24HRS.COM । যাচাই করার উদ্দেশ্যে লিংকগুলোতে ক্লিক করে প্রবেশ করলে দেখা গেছে, ডিভি প্রোগ্রাম সম্পর্কে বিভিন্ন তথ্য ও আবেদনের নির্দেশনা দেওয়া আছে। কোথাও কোথাও আমেরিকান বিভিন্ন ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে।
এসব ওয়েবসাইটের কপিরাইট, অ্যাবাউট ও কনটাক্ট পেজ ঘেঁটে নিশ্চিত হওয়া যাচ্ছে, এগুলো যুক্তরাষ্ট্রের সরকার বা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইট নয়। বেশিরভাগ ওয়েবসাইট কানাডা ভিত্তিক 'GeneratePress' ও যুক্তরাষ্ট্র ভিত্তিক 'Astra' নামের ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন প্রতিষ্ঠানের ফ্রি হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেসে তৈরি। প্রতিষ্ঠান দুটি ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সহ বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট নির্মাণের অফার করে থাকে।
দ্বিতীয়ত
কি-ওয়ার্ড সার্চ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ডিভি প্রোগ্রামের ওয়েবসাইটে গিয়ে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে ২০২৪ সালের ডিভি প্রোগ্রামের নির্দেশিকায় অনুপোযুক্ত দেশগুলোর তালিকা দেওয়া হয়েছে। যেখানে প্রথমেই বাংলাদেশের নাম রয়েছে। অর্থাৎ তালিকায় থাকা দেশগুলো ডিভি প্রোগ্রামের জন্য অনুপোযুক্ত। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ যুক্তরাষ্ট্রের ডিভি প্রোগ্রাম-২০২৪ এ আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদের আবেদনের কোনো সুযোগ নেই।
সুতরাং বাংলাদেশি ও প্রবাসীদের আমেরিকায় ফ্রি যেতে ডাইভার্সিটি ভিসা (ডিভি) ২০২৪-এ আবেদনের সুযোগ রয়েছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতারণাপূর্ণ।