বাসে আগুন দেওয়া নিয়ে প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, প্রথম আলোর নামে ভাইরাল হওয়া এই ফটোকার্ডটি নকল বা ভুয়া বলে নিশ্চিত করেছে গণমাধ্যমটি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে প্রথম আলোর লোগোযুক্ত একটি গ্রাফিক কার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে একটি আগুন লাগা বাসের ছবি দিয়ে দাবি করা হচ্ছে, বিরোধী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের দুই নেতা এই বাসে আগুন দিয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৮ অক্টোবর 'Voice Of Bangladesh' নামের একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "কাকরাইলে বাসে আগুন দিয়ে পালিয়ে গেল ছাত্রদলের ২ নেতা।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি ভুয়া বা বানোয়াট। কাকরাইলে বাসে আগুন দিয়ে দুই ছাত্রদল নেতার পালানোর তথ্য সংক্রান্ত কোনো ডিজিটাল কার্ড তৈরি বা প্রচার করেনি বলে নিশ্চিত করেছে প্রথম আলো।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডের অনুরূপ প্রথম আলোর অনলাইন এবং ভেরিফায়েড ফেসবুক পেজে কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো সংবাদ মাধ্যমেও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, "কাকরাইলে বাসে আগুন দেন 'পুলিশের ভেস্ট' পরা ২ যুবক" শিরোনামে ডেইলি স্টারের অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বাসচালক মনিরের উদ্ধৃতি দিয়ে বলা হয়, "শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশের ভেস্ট পরে মোটরসাইকেলে আসা দুই যুবক রাজধানীর কাকরাইল এলাকায় ঢাকা-কুমিল্লা রুটের এশিয়ান পরিবহনের বাসটিতে আগুন দেয়।" স্ক্রিনশট দেখুন--
এদিকে, আলোচ্য ফটোকার্ডটি ভুয়া এবং তাদের তৈরি নয় বলে ২৯ অক্টোবর প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও নিশ্চিত করা হয়। নিচে পোস্টটি দেখুন--
অর্থাৎ প্রথম আলো পত্রিকা এমন কোনো ফটোকার্ড তৈরি বা প্রকাশ করেনি।
সুতরাং প্রথম আলোর লোগো যুক্ত করে ভুয়া তথ্য দিয়ে বানানো ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।