বিএনপি নেত্রী শামা ওবায়েদের বিরুদ্ধে মানহানিকর প্রচারণা
বুম বাংলাদেশ দেখেছে, বিএনপি নেত্রী শামা ওবায়েদকে নিয়ে মানহানিকর তথ্যযুক্ত করে তৈরি একটি গ্রাফিক্সকার্ড প্রচার করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে কক্সবাজার হোটেল থেকে ১৩ তরুণ-তরুণীর আটকের কালবেলার ফটোকার্ডে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের ছবি ও একটি মন্তব্য দিয়ে বানানো একটি নতুন গ্রাফিক্সকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে দাবি করা হয়, শামা ওবায়েদ প্রশ্ন করেছেন তার চেহারা ঝাপসা করে দেওয়া হয়েছে কেন? এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৭ ডিসেম্বর 'BNP-nama' নামের একটি পেজ থেকে এমন একটি গ্রাফিক্স কার্ড পোস্ট করে লেখা হয়, "আমার চেহারা ঝাপসা করে দিছে কেন?"। এছাড়া, ওই গ্রাফিক্স কার্ডে কালবেলা পত্রিকার একটি ফটোকার্ডও যুক্ত করা হয়েছে যেখানে লেখা রয়েছে, "কক্সবাজারে হোটেল থেকে আটক ১৩ তরুণ তরুণী", কালবেলার ফটোকার্ডের ছবিতে আটক তরুণ-তরুণীর চেহারা ছবি ব্লার করে দেয়া হয়েছে। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, আটককৃত ১৩ তরুণ-তরুণীদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও রয়েছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। বরং কক্সবাজার হোটেল থেকে ১৩ তরুণ-তরুণীর আটকের মধ্যে বিএনপি নেত্রী শামা ওবায়েদের নাম নেই। এমনকি এ ব্যাপারে তাকে কোথাও মন্তব্য করতেও দেখা যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে, "কক্সবাজারে হোটেল থেকে আটক ১৩ তরুণ-তরুণী" শিরোনামে ১৭ ডিসেম্বর কালবেলার একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে আটককৃতদের নাম-পরিচয় উল্লেখ করা হয়নি। এমনকি প্রতিবেদনটিতে শামা ওবায়েদের নাম নেই। এছাড়া, এ ব্যাপারে তার কোনো মন্তব্যও পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে কক্সবাজারে ১৩ তরুণ-তরুণীর আটকের প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে পাওয়া গেলেও, কোথাও তাদের নাম-পরিচয় উল্লেখ করা হয়নি। আর বিএনপি নেত্রী শামা ওবায়েদ যেকোন বিষয়ে গ্রেফতার বা আটক হলে স্বাভাবিকভাবেই তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে সার্চ করেও বিএনপি নেত্রী শামা ওবায়েদের গ্রেফতার বা আটকের কোনো খবর গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া গত কয়েকদিনে তার কোনো বক্তব্য বা মন্তব্যও গণমাধ্যমে প্রকাশিত হতে দেখা যায়নি।
সুতরাং অসামাজিক কার্যকলাপের অভিযোগে কক্সবাজারের হোটেল থেকে আটককৃত ১৩ তরুণ-তরুণীর মধ্যে বিএনপি নেত্রী শামা ওবায়েদ রয়েছেন বলে তার বিরুদ্ধে মানহানিকর প্রচার করা হচ্ছে ফেসবুকে।