ড. ইউনূসের ৬ বছর ক্ষমতায় থাকবেন এমন খবর দেয়নি চ্যানেল ২৪
বুম বাংলাদেশ দেখেছে, চ্যানেল ২৪ এমন কোনো প্রতিবেদন করেনি বলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও গ্রুপে বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪ এর সূত্র দিয়ে দাবি করা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের জন্য ৬ বছরের জন্য ক্ষমতা পাচ্ছেন অন্তবর্তী সরকার প্রধান নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। এরকম কয়কটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৯ আগস্ট 'বিসিএস প্রিপারেশন' নামের একটি পেজ থেকে পোস্ট করে বলা হয়, "ব্রেকিং নিউজ রাষ্ট্র সংস্কারের জন্য ৬ (ছয়) বছরের ক্ষমতা পাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সূত্রঃ চ্যানেল ২৪।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪ এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করে এমন কোনো খবর প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির ব্যাপারে কোনো সংবাদ বা সংবাদের আর্কাইভ, চ্যানেল ২৪ টিভির অনলাইন, ইউটিউব বা ভেরিফায়েড ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও এমন খবর খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, চ্যানেল টোয়েন্টিফোর এর ভেরিফায়েড ফেসবুক পেজে ৯ আগস্ট একটি পোস্ট করে চ্যানেল টোয়েন্টিফোরের নামে ছড়ানো এই খবরটি ভুয়া প্রচারণা বলে উল্লেখ করে আলোচ্য পোস্টের দাবিটি নকল বলে নিশ্চিত করা হয়েছে। চ্যানেল টোয়েন্টিফোরের ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ ভাইরাল পোস্টের দাবি সংক্রান্ত কোনো প্রতিবেদন করেনি বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪ এবং দাবিটিও সঠিক নয়। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতানের পর শপথ নেয়া অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে এখনো স্পষ্ট জানা যায়নি।
সুতরাং চ্যানেল ২৪ এর সূত্র ব্যবহার করে ড. মোহাম্মদ ইউনূসের ছয় বছরের জন্য ক্ষমতা গ্রহণের বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে।