এইচএসসি পরীক্ষা একমাস পেছানোর ভুয়া দাবি প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি নোটিসের মাধ্যমে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বরাতে একটি বিজ্ঞপ্তির ছবি পোস্ট করা হচ্ছে যেখানে লেখা রয়েছে, আগামী ৩০ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা একমাস পিছিয়েছে। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
২ ঘন্টা আগে 'Kawsar Kazi' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে বলা হয়, "এক মাস পিছিয়ে গেলো HSC পরীক্ষা 😔😔"। ফেসবুক পোস্টটিতে "২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এক মাস বিলম্বের নোটিস" শিরোনামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নামসম্বলিত একটি বিজ্ঞপ্তির ছবি যুক্ত করা হয়। বিজ্ঞপ্তিটিতে লেখা থাকতে দেখা যায়, "আগাম ঘুর্ণিঝড়, বন্যা ও দুই দফা ছাত্রছাত্রীদের আন্দোলনের উপর ভিত্তি করে আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আগামী ৩০ জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আলোচ্য বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষাবোর্ডের ইস্যু করা নয় এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষা যথাসময়ে অর্থাৎ ৩০ জুন শুরু হবে।
এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ পেছানো হয়েছে কিনা জানতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে ১ জুন "এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই, ফেসবুকের বিজ্ঞপ্তি ঢাকা শিক্ষা বোর্ডের নয়" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, "২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৩০ জুন থেকেই শুরু হবে। এ পরীক্ষা এক মাস পেছানোর যে বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি সত্য নয়। আগেই ঘোষিত রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা শুরু হবে। আজ শনিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।" স্ক্রিনশট দেখুন--
উক্ত প্রতিবেদনের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ১ জুন (আজ) "২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি" শিরোনামে জারিকৃত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। উক্ত বিজ্ঞপ্তিটিতে লেখা থাকতে দেখা যায়, "সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ-সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা থেকে ইস্যুকৃত নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময় অনুযায়ী আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা ২০২৪ যথারীতি অনুষ্ঠিত হবে।" এছাড়া সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিটিতে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আগামী ৩০ জুন থেকে শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক বোর্ড পরীক্ষা শুরুর তারিখ এক মাস পিছিয়ে ৩০ জুলাই করার দাবিটি সত্য নয়।
উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গত দুই এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ৩০ জুন থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা।
সুতরাং আগামী ৩০ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ একমাস পেছানোর যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।