ছবির ব্যক্তি ফুটবলার রোনালদোর শটে আহত কেউ নন
বুম বাংলাদেশ দেখেছে, জিয়াদ আল শামারি নামে এক ব্যক্তির ছবিকে রোনালদোর শটে আহত ক্যামেরাম্যানের বলে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি সম্প্রতি পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্রি-কিকের শটে আঘাতপ্রাপ্ত ক্যামেরাম্যানের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৮ সেপ্টেম্বর 'ফুটবল টা আর্জেন্টিনাই খেলে বাকিরা সব কুত কুত খেলে' নামে একটি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে বলা হয়, "গতকালকের ম্যাচে রোনালদোর করা ফ্রী কিক শর্ট টি গোলপোস্টের পাশে দিয়ে এসে পিছনে থাকা ক্যামেরাম্যানের কপালে লেগে এই অবস্থা হয়(হয়তো ক্যামেরা সেটআপে এসে বল লাগছে যেটা ক্যামেরাম্যানের মাথায় পড়া ছিলো সেটার জন্যেই এভাবে ব্যাথা পাইছে)।।🥵 ক্যামেরাম্যানের তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি।। যদিও তার পোজ দেখে মনে হচ্ছে উনি মনে মনে খুশিই হইছেন।।🥱 সর্বকালের সেরা খেলোয়ার ফুটবলের বাদশাহ ক্রিস্টিয়ানোর শর্ট বলে কথা।। 😁"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ পোস্টে দাবি করা হচ্ছে, আলোচ্য ছবিটি ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্রি-কিকের শটে আঘাত পাওয়া ক্যামেরাম্যানের।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। পোস্টে যুক্ত ছবিতে দেখানো ব্যক্তির নাম জিয়াদ আল শামারি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আলোচ্য ছবিটি সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তিনি।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক মাধ্যম এক্স (টুইটার)-এ 'POWR Hunter' নামের এক আইডি থেকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি করা পোস্টে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত এক্স একাউন্ট থেকে জানা যায়, POWR নামে একটি গেমিং ওয়েবসাইট পরিচালনা করেন এই এক্স আইডির মালিক। টুইটার পোস্টটি দেখুন--
উক্ত টুইটার পোস্টের সূত্র ধরে আরো সার্চ করে জানা যায়, জিয়াদ আল শামারি নামে ওই ব্যক্তি একজন গেমার এবং POWResports এর জন্য কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন। অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনালদোর নেওয়া ফ্রি-কিক শটে আঘাতপ্রাপ্ত ব্যক্তি আর আলোচ্য ছবিতে দেখানো ব্যক্তি এক নয়।
প্রসঙ্গত গত ১৭ সেপ্টেম্বর আল রাইদ বনাম আল নাসরের ফুটবল ম্যাচে রোনালদোর শটে আঘাতপ্রাপ্ত ক্যামেরাম্যানের পরিচয় আলাদাভাবে যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ। তবে আলোচ্য ছবিটি গত ফেব্রুয়ারি মাস থেকেই সামাজিক মাধ্যমে পাওয়া যাওয়ায় এই ব্যক্তির ছবিটি রোনালদোর শটে আহত হওয়া ক্যামেরাম্যানের হওয়ার কোনো সুযোগ নেই।
সুতরাং ভিন্ন এক ব্যক্তির (কনটেন্ট ক্রিয়েটর) ছবিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেওয়া ফ্রি-কিক শটে আঘাতপ্রাপ্ত ক্যামেরাম্যানের ছবি বলে দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।