আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের ছবিকে বাংলাদেশের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ের নয় বরং আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময়ে ধারণ করা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন একাউন্টে এক নারীকে কয়েকজন সৈন্য হেনস্তা করছে এমন একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়কার। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১২ সেপ্টেম্বর 'Alvin Raahim' নামের একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে বলা হয়, "পাকসেনাদের রক্ত ছিলো জানতাম, কিন্তু এতো বেশি ছিলো সেটা জানতাম না।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভাইরাল ছবিটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার নয় বরং এটি ১৯৫৪ থেকে ১৯৬০ সালের মধ্যে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় তোলা হয়।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে "Algerian woman sexually abused by the French army" শিরোনামে স্টক ছবির ওয়েবসাইট 'PICRYL' এ অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া যায়। যেই ছবির সঙ্গে ভাইরাল দাবিতে প্রচারিত ছবির সঙ্গে হুবহু মিল খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, ফরাসি সৈন্যরা এক আলজেরিয়ান নারীকে যৌন নির্যাতন করে। যেটি ১৯৫৪ থেকে ১৯৬০ সালের মধ্যে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় তোলা হয়। স্ক্রিনশট দেখুন--
এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে "The unforgivable crimes of French colonialism" শিরোনামে 'আলজেরিয়া টাইমস' ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে ভাইরাল দাবিতে প্রচারিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, এটি ১৯৫৪ থেকে ১৯৬০ সালের মধ্যে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় তোলা হয়, যেখানে ফরাসি সৈন্যরা এক আলজেরিয়ান নারীকে যৌন নির্যাতন করছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ফেসবুকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার দাবিতে প্রচারিত ছবিটি মূলত আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময়কার। যেখানে ফ্রান্সের সৈন্যরা আলজেরিয়ান এক নারীকে যৌন নির্যাতন করে।
সুতরাং আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময়কার এক নারীকে যৌন নির্যাতন করার ছবিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।