তোফায়েল আহমেদের পুরোনো বক্তব্যকে বিকৃত করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, "বিএনপি ক্ষমতায় এলে জোট বেঁধে নির্যাতন করবে" তোফায়েলের এমন মন্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বক্তব্য নিয়ে দৃশ্যত একটি খবরের স্ক্রিনশট প্রচার করা হচ্ছে, যেখানে শিরোনামে কুরুচিপূর্ণ শব্দ লেখা রয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১১ আগস্ট 'Md Rabby' নামের একটি ফেসবুক আইডি থেকে এমন একটি পোস্ট করে লেখা হয়, "আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে উল্টাপাল্টা কথা বলছে বিএনপি ক্ষমতায় এলে জোট বেঁধে পুটকি মারবে তোফায়েল আহমেদ"। খবরের স্ক্রিনশট সদৃশ ইমেজেও তোফায়েল আহমেদের বরাতে একই বক্তব্য লেখা রয়েছে। পোস্টটির স্ক্রিনশর্ট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের খবরের স্ক্রিনশটটি এডিটেড। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের বরাতে করা খবরের শিরোনামকে এডিট করে কুরুচিপূর্ণ শব্দ জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে। এছাড়া, এডিটেড স্ক্রিনশটটি সম্প্রতি প্রচার করা হলেও খবরটি পুরোনো।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য পোস্টের বক্তব্যের কাছাকাছি বক্তব্য সম্বলিত খবর একাধিক গণমাধ্যমে প্রকাশ হতে দেখা যায়। ২০২২ সালের ৩ অক্টোবর "বিএনপি ক্ষমতায় এলে জোট বেঁধে নির্যাতন করবে" শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিএনপি ক্ষমতায় এলে আবার তারা জোটবদ্ধ অত্যাচার নির্যাতন করবে। ২০০১ সালে ক্ষমতায় এসে গরু পুড়িয়ে মেরেছে। নারীদের সম্ভ্রমহানি করে। ইজ্জত বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়েও সম্ভ্রম রক্ষা করতে পারেননি অনেক নারী।" স্ক্রিনশর্ট দেখুন--
একইভাবে সার্চ করে গত বছরের ২ অক্টোবর ‘বিএনপি আবার ক্ষমতায় গেলে জোট বেঁধে নির্যাতন করবে’ শিরোনামে যুগান্তরের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে তোফায়েল আহমেদের বরাতে বলা হয়, "বিএনপি যদি আবার ক্ষমতায় যায়, তাহলে জোট বেঁধে অত্যাচার নির্যাতন করবে। ২০০১ সালে ক্ষমতায় এসে ওরা (বিএনপি) গরু পুড়িয়ে মেরেছে। নারীদের সম্ভ্রমহানি করে, ইজ্জ্বত বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়েও রক্ষা পাননি। মানুষের সম্পদ লুট করেছে। সেই সব কথা মির্জা ফখরুল ভুলে গেলেও মানুষ ভুলেনি।" স্ক্রিনশর্ট দেখুন--
পর্যবেক্ষণে দেখা যায়, বাংলাদেশ প্রতিদিনে ২০২২ সালের ৩ অক্টোবর প্রকাশিত খবরের শিরোনামের স্ক্রিনশট এডিট করে 'নির্যাতন করবে' শব্দের স্থলে 'পুটকি মারবে' বসিয়ে প্রচার করা হচ্ছে। নিচে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনটির শিরোনামের স্ক্রিনশর্ট ও আলোচ্য ফেসবুক পোস্টের ইমেজটি দেখুন পাশাপাশি--
অর্থাৎ কুরুচিপূর্ণ বক্তব্য সম্বলিত আলোচ্য খবরের শিরোনামের স্ক্রিনশটটি এডিট করে তৈরি করা এবং এটি প্রায় এক বছরের পুরোনো সংবাদ।
সুতরাং আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের পুরোনো বক্তব্যের একটি খবরের শিরোনামকে এডিট করে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।