একাধিক পুরোনো ভিডিও যুক্ত করে সিলেটের সাম্প্রতিক বন্যার বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি সিলেটে সাম্প্রতিক বন্যার নয় বরং পুরোনো একাধিক ঘটনার ভিডিও যুক্ত করে এটি তৈরি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি সিলেটের সাম্প্রতিক বন্যার। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২১ মে 'Classy Missy' নামের একটি আইডি থেকে আলোচ্য ভিডিওটি পোস্ট করে লেখা হয়, 'Sylhet'। পোশটটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি সিলেটে সাম্প্রতিক বন্যার ঘটনার নয়। অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে কয়েক বছর আগে থেকেই বিদ্যমান একাধিক পুরোনো ভিডিওর খণ্ডাংশ নিয়ে ওই ভিডিওটি তৈরি করা হয়েছে, যা সিলেটের সাম্প্রতিক বন্যার ঘটনার বলে প্রচার করা হচ্ছে।
ভিডিওটির প্রথমাংশের একটি স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০১৮ সালের ১৯ আগস্ট 'Mani Bhattachariya' নামের একটি পেজে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনায় বলা হয় ভারতের কেরালার দৃশ্য এটি, ওই এলাকার মানুষদেরকে প্রয়োজনীয় সাহায্যের জন্য ওই পোস্টে আবেদন করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
একই তারিখে 'Fazilpuria' নামে একটি ফেসবুক পেজ থেকে ওই ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি দেখুন--
আবার, ভিডিওটির ১৩ সেকেন্ড থেকেই দেখা যায় আরেকটি ভিডিওর খন্ডাংশ। ভিডিওটির ১৩ সেকেন্ডের ফুটেজ থেকে স্থিরচিত্র নিয়ে সার্চ করে 'Voice of America'-র ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর 'Rohingya refugees cross river to reach Bangladesh' শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায় যেখানে ওই ভিডিওর সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ ভিডিওটি সিলেটের সাম্প্রতিক বন্যার সাথে সম্পর্কিত নয় বরং রোহিঙ্গা সংকটের সময়ে ধারণ করা। ভিডিওটি দেখুন--
'Voice of America'-র ভিডিওটির একটি দৃশ্যের সাথে আলোচ্য ভিডিওটির ১৩ সেকেন্ডের একটি দৃশ্যের তুলনা দেখুন--
তবে ওই ভিডিওটির দুইটি খণ্ডাংশ ছাড়া বাকী খণ্ডাংশগুলো নিয়ে আলাদা আলাদাভাবে যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ।
অর্থ্যাৎ একাধিক পুরোনো ভিডিও থেকে ছোট ছোট ক্লিপ কেটে নিয়ে ভিডিও তৈরি করে সেটিকে সিলেটের সাম্প্রতিক বন্যার চিত্র হিসেবে প্রচার করা হচ্ছে।
সুতরাং পুরোনো ঘটনার একাধিক ভিডিও যুক্ত করে সিলেটের সাম্প্রতিক বন্যার দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।