আল্লামা শফি 'হত্যা'র তদন্তাধীন মামলা নিয়ে বিভ্রান্তিকর খবর
পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এখনো মামলাটি তদন্ত করছে বলে সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়।
সামাজিক মাধ্যম ফেসবুকে 'আল্লামা শফির মৃত্যু রহস্য উন্মোচন' শিরোনামে একটি অনলাইন পোর্টালে খবরের লিঙ্ক পোস্ট করা হচ্ছে। দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
খবরটির বিস্তারিত জানতে গিয়ে দেখা যায় অনলাইন পোর্টালটি শিরোনামে আহমদ শফীর মৃত্যুর রহস্য উন্মোচন করার কথা লিখলেও মূল খবরে এরকম কোন তথ্য নেই। বরং সেখানে হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমেদ শফীকে হত্যার অভিযোগ দায়ের হওয়া মামলার তদন্তে গত মঙ্গলবার পিবিআইয়ের একটি দলের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় পরিদর্শন এবং হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীসহ ১৫ জনের জবানবন্দি নেয়ার তথ্য রয়েছে।
যাচাই করে দেখা যায় এই খবরটি মূলত সময়টিভি অনলাইনের 'আল্লামা শফির মৃত্যু রহস্য উন্মোচন হবে এবার?' শিরোনামের একটি প্রতিবেদন থেকে শুধু শিরোনাম পরিবর্তন করে বাকীটা হুবহু কপি করা।
উল্লেখ্য, হেফাজতের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷ পরবর্তীতে ১৭ ডিসেম্বর আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন রুহী বাদী হয়ে আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ করে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। দেখুন এখানে ও এখানে।