মন্দিরের এডিটেড ছবি দিয়ে রাজনৈতিক অপপ্রচার
বুম বাংলাদেশ দেখেছে, একাধিক ছবির সমন্বয়ে এডিটেড ছবি দিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে জড়িয়ে অশালীন প্রচারণা চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ছবি পোস্ট করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মন্দিরের সামনে প্রার্থনারত এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও একটি মূর্তি রয়েছে। ফেসবুকে প্রচারিত এরকম দুইটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ২৬ মার্চ 'Md Sujon' নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটি অন্তত ১,৬০০ বার শেয়ার করা হয়েছে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
আলোচ্য ছবিতে অপ্রকাশযোগ্য শব্দ ও চিত্র থাকায় সংশ্লিষ্ট অংশটুকু ফিচার ইমেজসহ আমাদের প্রতিবেদনে ব্যবহৃত স্ক্রিনশটে তা ঢেকে দেয়া হয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি এডিটেড। মূলত একটি মন্দিরের ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত তুলে মোনাজাত করছেন এমন ভিন্ন একটি ছবি এডিট করে যুক্ত করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেহারার প্রতিকৃতি একটি বিবস্ত্র মূর্তির সাথে যুক্ত করে আলোচ্য ছবিতে এডিট করে বসানো হয়েছে।
মন্দিরের ছবির অংশটুকু নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক মাধ্যম ফেসবুকে 'Ratan Pall' নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি মন্দিরের রিলস ভিডিও পাওয়া যায়। এতে ভিডিওটি 'গোউতম মন্দির' এর বলে উল্লেখ করা হয়। মন্দিরটির প্রতিমা ও পেছনের নীল ব্যাকগ্রাউন্ড সহ সামগ্রিক দৃশ্য আলোচ্য ছবির মন্দিরের সাথে মিলে যায়। আলোচ্য ছবিটি (বামে) ও রিলসটি থেকে নেয়া স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
এদিকে সার্চ করে 'গৌতম মন্দির' এর গুগল ম্যাপ প্লেস থেকে জানা যায় এটি ঢাকার সূত্রাপুরে অবস্থিত। ম্যাপ প্লেসের ছবিঘরে মন্দিরের একটি ছবির সাথে আলোচ্য ছবির ব্যাকগ্রাউন্ড ও দেয়াল সহ বেশকিছু দৃশ্যের মিল পাওয়া যায়। অর্থাৎ আলোচ্য ছবিটি ঢাকার সূত্রাপুরের 'গৌতম মন্দির' এর।
এর ভিত্তিতে সার্চ করে প্রধানমন্ত্রী কর্তৃক গৌতম মন্দির পরিদর্শনের কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পরে প্রধানমন্ত্রীর ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে প্রধানমন্ত্রীর আলোচ্য ছবি সম্বলিত দৈনিক নয়া দিগন্তের অনলাইন সংস্করণ ও অনলাইন সংবাদ মাধ্যম রাইজিংবিডি'র দুটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রীর আলোচ্য ছবিটি সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের সময়ের মোনাজাতরত অবস্থায় তোলা। ফেসবুকে প্রচারিত প্রধানমন্ত্রীর ছবি (বামে) ও গণমাধ্যমে পাওয়া সিলেটে মাজার জিয়ারতের ছবির (ডানে) পাশাপাশি মিল দেখুন--
অর্থাৎ সিলেটে প্রধানমন্ত্রীর মাজার জিয়ারতের সময়ে মোনাজাতরত অবস্থার একটি ছবিতে তাঁর কপালে একটি চিহ্ন যুক্ত করে এডিটের মাধ্যমে একটি মন্দিরের ছবিতে যুক্ত করা হয়েছে।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেহারার একটি প্রতিকৃতি বিবস্ত্র একটি মূর্তির সাথে যুক্ত করে এডিটের মাধ্যমে আলোচ্য ছবিতে শেখ হাসিনার সামনে বসানো হয়েছে। প্রকৃত ভিডিওতে এখানে কোনো মূর্তি দেখা যায়নি।
অর্থাৎ আলোচ্য ছবিটি বেশ কয়েকটি ছবির সমন্বয়ে এডিট করে তৈরি করা হয়েছে।
সুতরাং একটি মন্দিরের ছবির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এডিট করে যুক্ত করে অশালীন বাক্য সহ ফেসবুকে প্রচার করা হচ্ছে।