ডোয়াইন জনসনের সনাতনী সাজে পূজা করার ছবিগুলো বাস্তব নয়
বুম বাংলাদেশ দেখেছে, অভিনেতা ডোয়াইন জনসনের পূজা করার ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের সাহায্যে তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে রেস্লিং খেলায় সুপারস্টার দ্য রক খ্যাত হলিউড অভিনেতা ডোয়াইন জনসনের গেরুয়া পোশাক পরে পূজা করার কয়েকটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, সনাতন ধর্মাবলম্বীদের সাজে পূজা করছেন তিনি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ মে 'শ্রীপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির' নামে একটি পাবলিক গ্রুপে 'Ishan Chakraborty' নামে একটি আইডি থেকে হলিউড অভিনেতা ডোয়াইন জনসনের কয়েকটি ছবি পোস্ট করে বলা হয়, "🎯🎯 WWE সুপারস্টার ও হলিউড অভিনেতা ডোয়াইন দ্য রক জনসন মন্দিরে সনাতনী সাজে পূজা করছেন 🕉🚩🚩🚩 #সনাতনী_সংস্কৃতি 🚩🚩🚩🚩🚩🚩 #জয়_হোক_সত্য_সনাতনের 🚩🚩🚩"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। রেস্লিং খেলায় সুপারস্টার এবং হলিউড অভিনেতা ডোয়াইন জনসনের সনাতনী সাজে পূজা করার এই ছবিগুলো বাস্তব নয় বরং আর্টিফিশাল ইন্টেলিজেন্স (এআই) তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
ছবিগুলোর রিভার্স ইমেজ সার্চ করে গত ২২ এপ্রিল একটি ফেসবুক পোস্টে আলোচ্য ছবিগুলো খুঁজে পাওয়া যায়। 'Bhargav Valera' নামে ওই ফেসবুক আইডি থেকে ডোয়াইন জনসনের ৩টি ছবি পোস্ট করে বলা হয়, "dwayne johnson as a Sadhu worshipping in mandir 🙏🏼 @therock how is it ? AI concept Art #ai #aiart #aipictures #aicommunity #aiindia #aiindustry #india #indian #midjourney #mid #midjourneyart #midjourneyai #dwaynejohnson #hollywood #dc #dccomics #filmfair #vogue #filmphotography #cinematography #photography #editing #dcuniverse #dcu #bollywood #india #indian #blackadam #therock #midjourneyart"। অর্থ্যাৎ এআইয় টুল মিডজার্নির সাহায্যে অভিনেতা ডোয়াইন জনসনের ওই ছবিগুলো তৈরি করেছেন Bhargav Valera নামের এক ব্যক্তি। ফেসবুক আইডিটি ঘেঁটে দেখা যায়, ভারতের ওই ব্যক্তি এর আগেও বিভিন্ন অভিনেতা, পৌরাণিক চরিত্র ও রাজনীতিবিদসহ বিভিন্ন থিমের উপরে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি তৈরি করেছেন। ডোয়াইন জনসনের ছবি তৈরি নিয়ে করা তার ফেসবুক পোস্টটি দেখুন--
ওই ব্যক্তির ফেসবুক আইডিতে গিয়ে আরো দেখা যায়, গত ২৮ মে করা এক পোস্টে আলোচ্য ছবিগুলো নিয়ে ভাইরাল হওয়া কিছু পোস্টের স্ক্রিনশট নিয়ে সেগুলো পোস্ট করে সেগুলোকে নিজের আর্টওয়ার্ক বলে জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ রেস্লিং সুপারস্টার ও হলিউড অভিনেতা ডোয়াইন জনসনের আর্টিফিশাল ইন্টেলিজেন্স (এআই) তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কিছু ছবিকে বাস্তব বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।