ছবিগুলো বাংলাদেশি নয়, ভারতীয় এক শিশুর
বুম বাংলাদেশ দেখেছে, ছবিগুলো ভারতীয় শিশু জোহান আনসারির, বাংলাদেশের দাবি করে অর্থ সহায়তা চাওয়ার পোস্টগুলো বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক ছবি দিয়ে দাবি করা হচ্ছে, এটি মো. শিয়াব নামের পাকস্থলীর টিউমারে আক্রান্ত একটি শিশু। দেখুন এমন দুটি পোস্টের লিংক এখানে এবং এখানে।
গত ২৮ মার্চ 'It's AriYan' নামের ফেসবুক থেকে চারটি ছবিসহ একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মো. শিয়াব নামের একটি শিশু পাকস্থলীতে দুটি টিউমার নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তার পিতার নাম মো. সোহানুর রহমান এবং বাড়ি ঝিনাইদহ। পোস্টের সাথে মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের হিসাব খোলা এমন মোবাইল নম্বর যুক্ত করে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
ছবিগুলো আলাদাভাবে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের সাথে ছবিগুলো ভিন্ন ব্যক্তির। একাধিক উৎস থেকে নিশ্চিত হওয়া গেছে, উপরের পোস্টের ছবিগুলো জোহান নামের ভারতীয় এক শিশুর। গত ৭ ফেব্রুয়ারি 'Impact Guru' নামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই একই ছবিগুলো পোস্ট করা হয়েছে। এই পোস্টের ক্যাপশনে বলা হয়, ৭ মাস বয়সী জোহান জটিল লিভার রোগে আক্রান্ত। দেখুন--
এছাড়া পোস্টের সাথে যুক্ত লিংকে গিয়ে জানা যায়, শিশুটির পুরো নাম জোহান আনসারি এবং সে মুম্বাই এর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। সেখানে তার মেডিকেল ডকুমেন্টসও আপলোড করা হয়েছে। দেখুন--
লিংকটি দেখুন এখানে।
এছাড়া তাদের টুইটার আইডিতেও একই ছবিগুলো পোস্ট করা হয়েছিল। সেখানেও তার নাম জোহান হিসেবে উল্লেখ করা হয়। দেখুন--
তবে মো. শিয়াব নামে কোনো শিশু টিউমার নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
অর্থাৎ ভারতীয় শিশু জোহানের ছবিকে বাংলাদেশি শিশু দাবি করে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে, যা প্রতারণামূলক।