ছবিগুলো বাংলাদেশের কোনো অসুস্থ শিশুর নয়
বুম বাংলাদেশ দেখেছে, ছবিগুলো ভারতীয় অসুস্থ শিশু 'জানমেজায়' এর, বাংলাদেশের দাবি করে আর্থিক সাহায্য চাওয়া প্রতারণামূলক।
সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক ছবি দিয়ে একটি শিশুর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। দেখুন এমন দুটি পোস্টের লিংক এখানে এবং এখানে।
গত ২২ ফেব্রুয়ারি 'It's Zihad ツ' নামের ফেসবুক পেজ থেকে একটি সাহায্যের আবেদন পোস্ট করা হয়। পোস্টটির সাথে একাধিক ছবি যুক্ত করে বলা হচ্ছে, ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বাগাট ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে জান্নাতুল মালা নামের এক লিভার ক্যান্সারে আক্রান্ত। পোস্টটির সাথে যুক্ত ছবিগুলোতে একটি অসুস্থ শিশু এবং তার পিতামাতাকে দেখা যাচ্ছে। দেখুন পোস্টটির স্ক্রিনশট--
পোস্টের ছবিগুলো আলাদাভাবে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পিতামাতাসহ অসুস্থ শিশুর এই ছবিটি বাংলাদেশের নয়। একাধিক উৎস থেকে নিশ্চিত হওয়া গেছে, ছবিটি ভারতীয় এক শিশুর। রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে ছবিগুলো 'মিলাপ' নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া গেছে। গত ২৯ নভেম্বর আপলোড হওয়া ছবিগুলোর ক্যাপশনে 'জানমেজা' নামের একটি শিশুর জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। দেখুন ফেসবুকের পোস্টটি--
পোস্টটির সাথে একটি লিংকও যুক্ত করা হয়েছে। 'মিলাপ' নামক ভারতীয় ক্রাউডফান্ডিং প্লাটফর্মের সেই লিংকে আলোচ্য ছবিগুলোর ব্যাপারে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রথিমা-বাপুজি দম্পতির সন্তান 'জানমেজা' বিলিরিয়া এট্রিশিয়া রোগে আক্রান্ত। অতিসত্বর তার লিভার প্রতিস্থাপন জরুরি। দেখুন--
দেখুন এখানে।
পরবর্তীতে ডিসেম্বরে একই ছবিগুলো 'মিলাপ' এর ভেরিফায়েড টুইটার একাউন্ট থেকেও পোস্ট করা হয়েছিল। দেখুন--
"This whole time I sold all our gold, asked everyone I know to lend me money. But now, I am unable to keep up with the expenses anymore. If we can't afford this transplant on time, we will lose Janmejay. Please help" - Bapuji. #Donate at: https://t.co/OEdEt05fxg
— Milaap (@milaapdotorg) December 12, 2021
#son #help pic.twitter.com/SvsKldR6Du
এছাড়া ওয়েবসাইটটিতে শিশুটির মেডিকেল সার্টিফিকেট পাওয়া গেছে যেখানে উল্লেখ করা হয়েছে, শিশুটি হায়দারাবাদের এআইজি হাসপাতালে চিকিৎসাধীন আছে। দেখুন ডকুমেন্টটি--
তবে বাংলাদেশে ভাইরাল হওয়া পোস্টে প্রদত্ত তথ্যানুযায়ী, 'জান্নাতুল মালা' নামের কোনো শিশু আসলেই লিভার রোগে আক্রান্ত কিনা তা আলাদা করে যাচাই করতে সক্ষম হয়নি বুম বাংলাদেশ।
অর্থাৎ ভারতের 'জানমেজাহ' নামের এক অসুস্থ শিশুর ছবি দিয়ে তাকে বাংলাদেশের 'মালা' বলে দাবি করে আর্থিক সাহায্য চাওয়া বিভ্রান্তিকর এবং প্রতারণাপূর্ণ।