ছবিগুলো বাংলাদেশি নয়, ভারতীয় এক শিশুর
বুম বাংলাদেশ দেখেছে, ছবিগুলো আদম জাইন নামের ভারতীয় এক শিশুর; বাংলাদেশি দাবি করা বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকে অসুস্থ এক শিশুর একাধিক ছবি দিয়ে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। দেখুন এমন দুটি পোস্টের লিংক এখানে এবং এখানে।
গত ২৮ ফেব্রুয়ারি 'আলহামদুলিল্লাহ ,.. I Love Allah .. and, মোহাম্মদ (সঃ)' নামের ফেসবুক গ্রুপে অসুস্থ এক শিশুর একাধিক ছবি যুক্ত করে একটি পোস্ট দেয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের সিরাজগঞ্জের একজন অটো রিকশাচালক বারেক মিয়ার ছেলে মো. শিয়াব এর পাকস্থলীতে টিউমার হয়েছে। সেই পোস্টমতে, শিশুটি বর্তমানে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং তার চিকিৎসার জন্যে প্রায় ৫-৬ লক্ষ টাকা প্রয়োজন। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
ছবিগুলো আলাদাভাবে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য সাহায্যের আবেদনটি বিভ্রান্তিকর। একাধিক উৎসের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, পোস্টের ছবিগুলো বাংলাদেশের কোন অসুস্থ শিশুর নয়। গুগল রিভার্স সার্চিং অপশন ব্যবহার করে একই ছবিগুলো ভারতের ক্রাউড-সোর্সিং প্লাটফর্ম 'কিটো'তে পাওয়া গেছে। দেখুন--
সেখানে বলা হয়েছে, ছবিগুলো শাবাব-নাজিয়া দম্পতির সন্তান আদম জাইন নামের ছয় মাস বয়সী ভারতীয় এক শিশুর। সেখানে আরো বলা হয়েছে, জন্মের পরেই শিশুটির গল ব্ল্যাডারে ব্লক ধরা পড়ে। তাই তার চিকিৎসার জন্যে বিপুল অর্থ প্রয়োজন।
এছাড়া ওয়েবসাইটে শিশুটির মেডিকেল ডকুমেন্টও আপলোড করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, কালিকাটের মিমস হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির লিভার প্রতিস্থাপন জরুরি। দেখুন--
এছাড়া ছবিগুলো কিটোর ভেরিফায়েড ফেসবুক ও টুইটার আইডিতেও পোস্ট করা হয়েছে। দেখুন--
টুইটারে পোস্টকৃত ছবিগুলো দেখুন–
𝐔𝐑𝐆𝐄𝐍𝐓: "My 6-mo son's stomach is very swollen & I'm afraid it may burst, killing him. I offer namaz five times a day, begging Allah for mercy."
— Ketto (@ketto) February 3, 2021
Please help: https://t.co/J7jOME6Vui pic.twitter.com/1Hv6Wg3Zm2
তবে ছবিগুলো ভারতীয় শিশু আদম জাইনের বলে নিশ্চিত হওয়া গেলেও মো. শিয়াব নামের কোন শিশু পাকস্থলিতে টিউমার নিয়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে কিনা তা নিশ্চিত হতে পারেনি বুম বাংলাদেশ।
অর্থাৎ ভারতীয় এক অসুস্থ শিশুর ছবিকে বাংলাদেশের বলে দাবি করে আর্থিক সাহায্য চাওয়া বিভ্রান্তিকর এবং প্রতারণাপূর্ণ।