তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রথম আলোর নামে ছড়ানো ফটোকার্ডটি এডিটেড
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, প্রথম আলো 'তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পাচ্ছেন ড. ইউনুস' এ ধরণের কোন সংবাদ প্রকাশ করেনি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে প্রথম আলোর লোগো যুক্ত একটি খবরের স্ক্রিনশট সদৃশ একটি ছবি যুক্ত করে দাবি করা হচ্ছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৮ আগস্ট 'Md Tarak TL' নামের একটি ফেসবুক আইডি থেকে এমন একটি ফটো যুক্ত করে লেখা হয়, "হঠাৎ করে কি শুনি, খালেদা জিয়ার জয়ের ধনী..! হঠাৎ করে কি শুনি, বিএনপির জয়ের ধনী..! আলহামদুলিল্লাহ অক্টোবররের মাঝামাঝি সময়ে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পাচ্ছে৷ ড,ইউনুস, সকল জিয়ার সৈনিকদের কাছে শেয়ার করে দেন।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রথম আলো লোগো যুক্ত করে পত্রিকাটির খবরের স্ক্রিনশটের আদলে ছবিটি এডিটের মাধ্যমে তৈরি করা হয়েছে, তবে পত্রিকাটির পক্ষ থেকে জানানো হয়েছে এটি সত্যি নয়।
কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে "অক্টোবরের মাঝামাঝি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস" এই ধরণের কোন প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে ভাইরাল হওয়া খবরটি প্রথম আলোর নয় বলে একটি গ্রাফিক কার্ড পোস্ট করতে দেখা যায়। নিচে গ্রাফিক কার্ডটি দেখুন--
আলোচ্য ফেসবুক পোস্টের এডিটেড ছবি (বামে) ও প্রথম আলোর ফেসবুক পেজে প্রকাশিত এ সংক্রান্ত গ্রাফিক কার্ডটি (ডানে) দেখুন পাশাপাশি--
এদিকে, প্রথম আলোর অনলাইন ভার্সনে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিটি প্রতিবেদনে নির্দিষ্ট তারিখ এবং সময় উল্লেখ করা হয়েছে (ডানে)। যদিও ভাইরাল হওয়া প্রথম আলোর লোগোযুক্ত ছবিতে নির্দিষ্ট কোনো তারিখ কিংবা সময় দেওয়া নেই (বামে)। এমনকি প্রথম আলোর অনলাইন ভার্সনে ব্যবহৃত ফন্ট এবং ভাইরাল হওয়া স্ক্রিনশটের ফন্টের মধ্যে কোন মিল খুঁজে পাওয়া যায়নি। নিচে ভাইরাল হওয়া এডিটেড ফটো (বামে) এবং প্রথম আলোর অনলাইন ভার্সনে প্রকাশিত প্রতিবেদনের (ডানে) পার্থক্য দেখুন--
অর্থাৎ প্রথম আলোর অনলাইন ভার্সনের আদলে পত্রিকাটির লোগো যুক্ত করে ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং প্রথম আলোর লোগোযুক্ত এডিটেড একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।