ভাইরাল হওয়া ছবি পুতিনের মেয়ের নয়
করোনাভাইরাস এর ভ্যাকসিন নেয়া স্বেচ্ছাসেবীর ছবিকে প্রেসিডেন্ট পুতিনের মেয়ের ছবি বলে ছড়ানো হচ্ছে।
সামাজিক মাধ্যমে রাশিয়া কর্তৃক বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে আসার খবরের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ের ভ্যাকসিন নেয়ার একটি খবরও ভাইরাল হয়েছে যেখানে এক তরুণীর ভ্যাকসিন নেয়ার ছবি সংযুক্ত রয়েছে। এই তরুণীকে প্রেসিডেন্ট পুতিনের মেয়ে বলে দাবী করা হচ্ছে। কোনো কোনো পোস্টে আবার আরেকটি ছবি যুক্ত করা হয়েছে যেখানে পুতিনের সাথে ফুলের তোড়া ও পাসপোর্ট হাতে আরেক তরুণীকে দেখা যাচ্ছে।
অন্যদিকে ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে ফুলের তোড়া হাতে পুতিনের সাথে দাড়ানো তরুণীও ভ্লাদিমির পুতিনের মেয়ে নন। অনুসন্ধানে দেখা যায় ছবিটি ২০১৭ সালে 'আমরা রাশিয়ার নাগরিক' শীর্ষক একটি প্রতিযোগীতায় বিজয়ী তরুণ রাশিয়ানদের হাতে পাসপোর্ট হস্তান্তরের একটি অনুষ্ঠানের ছবি। ভ্লাদিমির পুতিন সেই অনুষ্ঠানে বিজয়ীদের সাথে ছিলেন। ২০১৭ সালের ১২ জুন রাশিয়ার প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ছবিসহ এ সংক্রান্ত বুলেটিনও দেয়া হয় যেখানে এই ছবিটিও রয়েছে।