এটি হযরত আদম (আ.) এর কবরের ছবি নয়
বুম বাংলাদেশ নিশ্চিত হয়েছে, ছবিটি ওমানের জোফার অঞ্চলে অবস্থিত ইসলামের নবী হযরত ইমরান (আ.) এর কবরের।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে, এটি ইসলামের প্রথম নবী আদম (আ.) এর কবর। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ১৪ অক্টোবর 'Md Najim Uddin' নামের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, 'আদি পিতা হযরত আদম আঃ কবর মোবারক...!' ছবিটিতে লম্বা আকৃতির একটি কবর দেখা যাচ্ছে। এছাড়া কিছু মানুষ কবরটি জিয়ারত করছেন। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, লম্বাকৃতির এই কবরটি আদি পিতা হযরত আদম (আ.) এর নয়। গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, সেই ছবিটি 'Thasleem Bin Moideen' নামের ফেসবুক পেইজ থেকে পোস্ট করা হয়েছে যার ক্যাপশন ছিল, 'মাকাম অব ইমরান নবী, ওমান"। দেখুন সেই পোস্টটি এখানে--
২০১৬ সালের ২১ এপ্রিল সেই ছবিগুলো পোস্ট করা হয়েছিল। সেই ছবিটি আলাদাভাবে দেখুন--
গুগলে আরো সার্চ করে বিখ্যাত ভ্রমন ভিত্তিক ওয়েবসাইট ট্রিপএডভাইজরে কবরের ছবিসহ এ সম্পর্কে একই তথ্য পাওয়া গেছে। দেখুন--
ওয়েবসাইটের লিংক এখানে। সেখানে একই কবরের আরো কিছু ছবি যুক্ত করা হয়েছে।
এছাড়া ইউটিউবেও সেই কবরের ভিডিও পাওয়া গেছে যার ক্যাপশন ছিল, 'Grave of Hazrat Imran Alaihis Salam - Salalah.avi'। এই ভিডিওটি আপলোড করা হয়েছে ২০১১ সালে। দেখুন ভিডিওটি--
উল্লেখ্য, হযরত ইমরান (উমরান) (আ.) কবরটি ওমানের জোফার অঞ্চলের আল কুফ এলাকায় অবস্থিত। দেখুন ওমান সরকারের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য এখানে।
অর্থাৎ ওমানে অবস্থিত ইসলামের নবী ইমরান (আ.) এর কবরের ছবিকে আদি পিতা ইসলামের প্রথম নবী আদম (আ.) এর কবরের বলে দাবি করা বিভ্রান্তিকর।