ফিলিস্তিনি এই নারীর মুক্তি চেয়ে বিভ্রান্তিকর পোস্ট ফেসবুকে ভাইরাল
তিন বছর আগে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর একই বছর তিনি আদালতের মাধ্যমে মুক্তি পান।
নিচের ক্যাপশনযোগে এই ছবিটি বাংলাদেশের সামাজিক মাধ্যমে অনেকে শেয়ার করছেন।
"ইসরায়েল জেলে বন্দী আমাদের মুসলিম বোন। এই ছবিটি ভাইরাল করে বিশ্বের মধ্যে বিচারের আহব্বান করুন!!! হে আল্লাহ!
আপনি আমাদের মা-বোনদের হেফাজত করুন।।"
গত জুলাই মাসে Jahangir Chowdhury নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা এমন একটি পোস্ট চৌদ্দ হাজারের বেশি বার শেয়ার হয়েছে।
প্রকৃতপক্ষে, ফিলিস্তিনি এই নারীকে ২০১৭ সালের আগস্ট মাসে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী।
একই মাসের শেষের দিকে তাকে আদালত জরিমানা করে মুক্তি দেয়। এসব খবর তৎকালীন আরব ও ফিলিস্তিনি একাধিক সংবাদাধ্যমে প্রকাশিত হয়।
যে ছবিটি ব্যবহার করা হয়েছে এখানে সেটিও ২০১৭ সালের গ্রেফতারকালীন তোলা। এরপর তিনি গ্রেফতার হয়েছেন এমন কোনো খবর আরব বা ফিলিস্তিনি সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
এই ঘটনা নিয়ে রায়া মিডিয়ার খবর দেখুন এখানে।
আরব ফ্যাক্ট চেকিং সংস্থা ফালসো.কম এক প্রতিবেদনে জানায়, তিন বছর আগে গ্রেফতার এবং পরে আদালতের মাধ্যমে মুক্তি পাওয়া এই নারী বর্তমানে কারাগারে রয়েছেন এমন কোনো তথ্য তারা নির্ভরযোগ্য কোনো সূত্রে পায়নি।
বর্তমানে মুক্ত থাকা একজন মানুষের মুক্তি চাওয়ার বিষয়টি তাই বিভ্রান্তিকর।