মদের দোকানের এই ছবিটি এডিট করা
বুম বাংলাদেশ দেখেছে, ময়মনসিংহের মদের দোকানের একটি সাইনবোর্ডে এডিট করে একাধিক ছবি ও লগো যুক্ত করা হয়েছে যা বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি বেশ কিছু প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। দেখুন এমন তিনটি পোস্টের লিংক এখানে, এখানে ও এখানে।
গত ৭ মার্চ 'MD Johurul Islam' নামের আইডি থেকে একটি ছবি পোস্ট করা হয় যেখানে একটি ব্যানারে লেখা আছে 'সরকারি দেশী মদের দোকান'। ব্যানারটির ঠিক মাঝে প্রধানমন্ত্রী সেখ হাসিনার ছবি এবং দুই পাশে 'বাংলাদেশ আওয়ামীলীগ' এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি যুক্ত করা হয়েছে। ছবিটির নিচে একটি ঠিকানা যুক্ত করা হয়েছে যেখানে লেখা, নালিতাবাড়ি রোড, ময়মনসিংহ। দেখুন পোস্টটি--
ছবিটি আলাদাভাবে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সরকারি দেশী মদের দোকানের সাথে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের দলীয় মনোগ্রাম যুক্ত এই ছবিটি এডিট করা। আসল ছবিটির একাধিক ভার্সন মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। গতকাল 'মোহাম্মদ মাসুদ করিম শান্ত' নামের একটি আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি এবং দলীয় মনোগ্রামবিহীন আরেকটি ছবি পোস্ট করে দাবি করা হয়, আসল ছবিটি তারই তোলা যেটিকে এডিট করে পরবর্তীতে প্রকাশ করা হচ্ছে। উক্ত ব্যক্তির প্রোফাইলে দেখা যাচ্ছে, তিনি ময়মনসিংহের হালুয়াঘাটেই থাকেন যেই ঠিকানাটি ভাইরাল ব্যানারেও ছিল। এছাড়া আরো দেখা যায়, তিনি স্থানীয় প্রেস ক্লাবের একজনও দায়িত্বশীল ব্যক্তি। দেখুন পোস্টটি--
ভাইরাল ছবি ও আসল দাবিদার ছবি দুটি তুলনা করে বেশ কিছু মিল পাওয়া গেছে। দুটি ছবিতেই ব্যানারটি একটি টিনের ঘরে উপরে দেখা যাচ্ছে। এছাড়া দুটি ছবির একই পাশে বেশ কিছু তার দেখা যাচ্ছে। দেখুন দুটি ছবির একটি তুলনা--
পরবর্তীতে এ সংক্রান্ত একটি প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায় নিউজ বাংলা ২৪ ডটকম এ। সেখানে একই সাইনবোর্ড বা ব্যানারটির আরেকটি ভার্সন পাওয়া গেছে। এই ভার্সনটিতেও প্রধানমন্ত্রীর ছবি কিংবা আওয়ামী লীগের দলীয় কোনো লগো/মনোগ্রাম নেই। একই খবরে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের বরাতে আরো জানানো হয়, 'মঙ্গলবার দুপুরে সাইনবোর্ডটি আমাদের নজরে আসে। হালুয়াঘাটের নির্ধারিত স্থানে সাইনবোর্ডটি থাকলেও তাতে কারও ছবি নেই।' দেখুন--
নিউজ বাংলা ২৪ এর খবরটি দেখুন এখানে।
এছাড়া একই ছবি প্রকাশিত হয়ে জাগোনিউজ ২৪ এর প্রতিবেদনে। সেখানে আরো বলা হয়, ইতিমধ্যে সেই মদের দোকানের পোস্টারটি নামিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। দেখুন--
জাগোনিউজ২৪ এর প্রতিবেদনটি পড়ুন এখানে
অর্থাৎ ময়মনসিংহের একটি সরকারি মদের দোকানের সাইনবোর্ড এডিট করে সেখানে নতুন ছবি এবং লগো যুক্ত করে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর।