মুসলিম বডিবিল্ডারের ছবিকে সাবেক খ্রিষ্টান রেসলারের ছবি বলে প্রচার
কুয়েতের মুসলিম বডিবিল্ডারের ছবিকে সাবেক খ্রিস্টান রেসলারের ছবি বলে দাবি করা হচ্ছে বেশ কিছু ফেসবুক পেইজ এবং গ্রুপে
ফেসবুকে একাধিক পেইজ এবং গ্রুপে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, একজন খ্রিষ্টান রেসলার ইসলাম গ্রহণ করেছে। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
২৬ ফেব্রুয়ারি স্বপ্নের বাংলাদেশ / Dream Bangladesh নামক গ্রুপে Maya জান্নাত নামের আইডি থেকে একটি ছবি পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে বলা হয়, "সাবেক ক্রিষ্টিয়ান রেসলার শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ্।"
দেখুন পোস্টটির একটি স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবির ক্যাপশনে উল্লেখিত দাবিটি সত্য নয়।
প্রথমত বলা হচ্ছে, ছবিটি একজন খ্রিষ্টান ব্যক্তির যিনি ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, উক্ত ব্যক্তির নাম মূলত আহমাদ আলী আশকানানি। কুয়েতে জন্ম নেয়া এই ব্যক্তিটি একজন জন্মগত মুসলিম। তাছাড়া আহমাদ আশকানানির খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার পক্ষে কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি। পোস্টের ছবিটি মূলত তার ২০১৮ হজ্ব পালনের যা তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম প্রোফাইলে ২০১৮ সালের ১৮ অক্টোবর পোস্ট করেন। দেখুন ছবিটি-
পোস্টের অপর ছবিটি আপলোড করা ২০১৯ সালে। দেখুন এখানে--
দ্বিতীয়ত, ছবির ব্যক্তি আহমাদ আশকানী কোনো রেসলার বা কুস্তিগীর নন। উনি মূলত একজন পেশাদার বডিবিল্ডার এবং ২০১৯ সালে নিউ ইয়র্ক প্রো নামের বডিবিল্ডিং কম্পিটিশনে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। তার সম্পূর্ণ প্রোফাইল পড়ুন এখানে।
সুতরাং একজন মুসলিম বডিবিল্ডারের ছবিকে সাবেক খ্রিষ্টান রেসলারের ছবি হিসেবে দাবি করা বিভ্রান্তিকর।