ফেক নিউজ
ভ্যাকসিন গ্রহণকারী এই নারী রুমিন ফারহানা নন
ঢামেক হাসপাতালে করোনার ভ্যাকসিন নেয়া ডা. শামিমা আক্তার এই হাসপাতালেরই একজন চিকিৎসক বলে নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ।
সামাজিক মাধ্যম ফেসবুকে ভ্যাকসিন নেয়া অবস্থায় তোলা মাস্ক পরা এক নারীর ছবি ছড়িয়েছে যেখানে দাবি করা হচ্ছে ছবির এই নারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সংসদ সদস্য রুমিন ফারহানা। একটি পোস্টে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "ব্যারিস্টার রুমিন ফারহানা ভ্যাক্সিন নিলেন। অভিনন্দন!"
এরকম আরও পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটি ব্যারিস্টার রুমিন ফারহানার কি না তা যাচাই করতে গিয়ে দেখা যায় ছবিটি মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিতসক ডা. শামীমা আক্তারের।
অনলাইন সংবাদ মাধ্যম newsbagla24.com এর প্রতিবেদন থেকে জানা যায়, এই চিকিৎসক newsbangla24.com এর ভিজ্যুয়াল বিভাগের কর্মী আলভী নাহিদ অর্ণবের স্ত্রী। প্রতিবেদনটি দেখুন এখানে।
একই সাথে শীর্ষ স্থানীয় বেসরকারী টিভি চ্যানেল যমুনা টিভির একটি সংবাদ প্রতিবেদনেও দেখা যায় এই নারীকে চিকিৎসক বলে উল্লেখ করা হয়েছে। দেখুন এখানে।
অন্যদিকে ব্যারিস্টার রুমিন ফারহানাও তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে জানান যে ছবির এই নারী তিনি নন। আর্কাইভ দেখুন এখানে।
Claim : ব্যারিস্টার রুমিন ফারহানা ভ্যাক্সিন নিলেন
Claimed By : Facebook posts
Fact Check : False
Next Story