ছবিটি যুক্তরাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত রোগীর নয়
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি বেলজিয়ামের একটি হাসপাতালের আর যুক্তরাষ্ট্রে ওমিক্রনে ৩৫ জনের মৃত্যুর খবরটি সূত্রহীন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে হাসপাতাল কক্ষের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, আমেরিকার একটি হাসপাতালে ওমিক্রন আক্রান্ত রোগীর ছবি এটি। ভাইরাল ছবিতে হাসপাতালের আইসিইউ'তে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) একজন রোগীকে চিকিৎসা দিতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৬ ডিসেম্বর 'হুজুর Vs হুজুরনী' নামের ফেসবুক গ্রুপে "Mousumi Talukder Koly" আইডি থেকে ছবিটি পোস্ট করে বলা হয় "আমেরিকার অবস্থা😭 আমেরিকার একটি হাসপাতালে ওমিক্রন আক্রান্ত রোগীর ছবি। এই পর্যন্ত আমেরিকাতে ওমিক্রন আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৩৫ জনের। আল্লাহ্ তুমি রহম করো 😥😥" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবির বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর এবং দাবি করা মৃত্যুর সংখ্যাটিও ভিত্তিহীন। ছবিটি আমেরিকার হাসপাতালে ওমিক্রন আক্রান্ত রোগীর নয় এবং সাম্প্রতিকও নয়। মূলত ২০২০ সালে বেলজিয়ামের University Hospital of Liege থেকে ছবিটি তোলা হয়েছিল।
রিভার্স ইমেজ পদ্ধতিতে সার্চ করার পর, স্টক ছবির ওয়েবসাইট শাটারস্টক-এ ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া গেছে। ছবিটির বিবরণে লেখা হয়েছে, ২০২০ সালের ০৫ মে বেলজিয়ামের University Hospital of Liege এর আইসিইউ (Intensive care unit) থেকে ছবিটি ধারণ করা হয়। চিত্রগ্রাহক হিসাবে Alexandros Michailidis নামের ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট-এর নাম দেয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ নিশ্চিতভাবেই ছবিটি আমেরিকার নয়।
পাশাপাশি বুম বাংলাদেশ একাধিকবার সার্চ করেও যুক্তরাষ্ট্রে ৩৫ জন রোগীর মৃত্যু সংক্রান্ত কোন খবর খুঁজে পায়নি। বরং গত ৩ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে জানানো হয় ওমিক্রন আক্রান্ত কারও মৃত্যু হয়নি। এ সংক্রান্ত খবরের স্ক্রিনশট দেখুন--
তবে সর্বশেষ খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ অঙ্গরাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হবার খবর প্রকাশিত হয়েছে। এমন খবর দেখুন এখানে। স্ক্রিনশট দেখুন--
সুতরাং ২০২০ সালের বেলজিয়ামের একটি হাসপাতালের আইসিইউ'র ছবির সাথে বিভ্রান্তিকর মৃতের সংখ্যা জুড়ে দিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ছবি দাবি করে প্রচার করা হচ্ছে।