ছবিটি বাংলাদেশের কোনো অসুস্থ শিশুর নয়
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি 'মোহাম্মদ আবিস' নামের এক ভারতীয় শিশুর; তাকে বাংলাদেশি দাবি করা বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি অসুস্থ শিশুর ছবি দিয়ে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। দেখুন এমন দুটি পোস্টের লিংক এখানে এবং এখানে।
গত ১৫ ফেব্রুয়ারি '🕋Al-Quraan☆আল-কোরআন🕋' নামক গ্রুপে একাধিক ছবিসহ একটি আর্থিক সাহায্যের আবেদন পোস্ট করা হয়। সেখানে বলা হয়, রংপুর জেলার গংগাচড়া উপজেলাধীন হাজীপাড়া গ্রামের মোঃ মোতালেব হোসেনের ৭ বছরের ছেলে মো. রাহিম লিভারের রোগে আক্রান্ত। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। পোস্টটিতে একাধিক ফোন নম্বর উল্লেখ করে তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। দেখুন পোস্টটির স্ক্রিনশট--
ছবিগুলো আলাদাভাবে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে যুক্ত করা এই ছবিগুলো বাংলাদেশের কোনো শিশুর নয়। একাধিক উৎস থেকে নিশ্চিত হওয়া গেছে, ছবিগুলো ভারতের এক অসুস্থ শিশুর। ভারতভিত্তিক ক্রাউন্ডফান্ডিং প্লাটফর্ম 'কিটো'তে একই ছবিগুলো পাওয়া গেছে। কিটো'র ভেরিফায়েড টুইটার একাউন্টে ভাইরাল পোস্টের প্রথম ছবিটি আপলোড করা হয়েছিল গত বছরের নভেম্বর মাসে। উক্ত পোস্টটির ক্যাপশনে বলা হয়েছে, ৭ বছর বয়সী এই শিশুটি লিভারের জটিল রোগে আক্রান্ত। খুব দ্রুত তার লিভার প্রতিস্থাপন করতে হবে। দেখুন টুইটারের পোস্টটি--
"My 7-yo son is in the clutches of deadly liver disease. Fluid accumulates in his belly, and he needs to undergo frequent tapping to remove it. A liver transplant is his only chance at survival, but I cannot afford it. Allah, hear my plea!"
— Ketto (@ketto) November 23, 2021
Please help: https://t.co/Ao1LdBzO3C pic.twitter.com/CQ5qd101CF
কিটো'র ওয়েবসাইটে এ ছবির ব্যাপারে আরো বিস্তারিত তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, এই অসুস্থ শিশুর নাম মোহাম্মদ আবিস। এছাড়া সেখানে একই শিশুর বেশ কিছু ছবি পাওয়া গেছে। দেখুন--
দেখুন এখানে।
তাছাড়া ওয়েবসাইটটিতে একই অসুস্থ শিশুর মেডিকেল ডকুমেন্টও আপলোড করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বর্তমানে সে হায়দারবাদের কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রায় ২৫ লাখ রুপি প্রয়োজন। দেখুন তার মেডিকেল সার্টিফিকেট-
এছাড়া কিটো'র ভেরিফায়েড ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছিল ২০২১ সালের ২৩ নভেম্বর। ভিডিওটি দেখুন--
তবে জটিল লিভার রোগে আক্রান্ত মো. রহিম নামে কোনো শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে কিনা তা আলাদাভাবে নিশ্চিত হতে পারেনি বুম বাংলাদেশ।
অর্থাৎ ভারতের 'মোহাম্মদ আবিস' নামে এক শিশুর ছবিকে বাংলাদেশের 'মো. রহিম' বলে দাবি করা বিভ্রান্তিকর।