না, ভিডিওটি ইউক্রেনের আকাশে যুক্তরাষ্ট্রের বিশেষ টহলের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় দেশটির সামারিক বাহিনী প্যারাট্রুপারদের মহড়ার ভিডিও এটি।
![না, ভিডিওটি ইউক্রেনের আকাশে যুক্তরাষ্ট্রের বিশেষ টহলের নয় না, ভিডিওটি ইউক্রেনের আকাশে যুক্তরাষ্ট্রের বিশেষ টহলের নয়](https://www.boombd.com/h-upload/2022/03/08/971950-usa-paratruper.webp)
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে বিমানবাহিনীর মহড়ার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ইউক্রেনের আকাশে আমেরিকান বিমানে সেনাবাহিনীর বিশেষ টহলের ভিডিও এটি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৬ মার্চ 'মিথ্যে হাসি' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "ইউক্রেনের আকাশে আমেরিকান বিমানে সেনাবাহিনীর বিশেষ টহল।" স্ক্রিনশটে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিও ক্যাপশনে করা দাবিটি ভিত্তিহীন। মূলত মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ৮২তম ও ১০১তম এয়ারবোর্ন ডিভিশনের প্যারাট্রুপারদের ২০১৬ সালের মহড়ার ভিডিও এটি।
ভিডিওটি থেকে কী-ফ্রেম কেটে রিভার্স সার্চ করলে, ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে ২০১৬ সালের ১ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য সামরিক মহড়ার বেশ কিছু ছবি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এই সুত্রধরে সার্চ করার পর, 'AiirSource Military' নামের ইউটিউব চ্যানেলে "Paratroopers Static Line Jump From C-17" ক্যাপশনে আপলোড করা মূল ভিডিওটিই খুঁজে পাওয়া যায়।
ডেইলি মেইলের প্রতিবেদন ও ইউটিউবের ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, তৎকালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ৮২তম ও ১০১তম এয়ারবোর্ন ডিভিশনের প্যারাট্রুপারদের একটি মহড়ার ভিডিও।
প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক অংশগ্রহণের কোনো খবর এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়নি।
সুতরাং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক মহড়ার ভিডিওকে ইউক্রেন-রাশিয়া সংঘাতের সাথে জুড়ে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।