ছবিটি মদিনা শরীফের রাস্তার নয়
বুম বাংলাদেশ দেখেছে, অস্ট্রেলিয়ার বারোসা ভ্যালির একটি রাস্তার ছবি এটি, সৌদি আরবের মদিনার রাস্তা বলা বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি রাস্তার ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, রাস্তাটি সৌদি আরবের মদিনার একটি রাস্তা । এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৮ জানুয়ারি 'Last Word - শেষ বাক্য' নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "আলহামদুলিল্লাহ❤️ এটাই প্রিয় নবীর দেশ মদিনা শরীফে রাস্তা🥀।" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর। ছবিটি মদিনা শরীফ বা সৌদি আরবের কোন স্থান কিংবা রাস্তার নয়, বরং এটি দক্ষিণ অস্ট্রেলিয়ার বারোসার 'সেপেল্টস ফিল্ড' রোডের ছবি।
রিভার্স ইমেজ সার্চ করে,'loftydrone.co' নামের একটি ইনস্টাগ্রাম একাউন্টে ভাইরাল ছবির অনুরূপ স্থানের একটি ছবি খুঁজে পাওয়া যায়। ২০২০ সালের ২ জানুয়ারি পোস্ট করা ছবিটিতে লোকেশনের স্থানে সেপেল্টসফিল্ড রোড ( Seppeltsfield Road) লেখা আছে। বিবরণে বলা হয়েছে ছবিটি বারোসা ভ্যালি থেকে ধারনা যা দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত।
এই সূত্রধরে সার্চ করার পর, ইন্সটাগ্রামে "safromabove" নামের আরেকটি একাউন্টে ভাইরাল ছবিরই একটি হুবহু পুরোনো ভার্সন খুঁজে পাওয়া যায়। এখানেও পোস্টের লোকেশনে সেপেল্টস ফিল্ড এবং বিবরণে বারোসা ভ্যালির কথা লেখা আছে। অর্থাৎ জায়গাটি বারোসা ভ্যালি'তে অবস্থিত একটি রাস্তার।
আরও নিশ্চিত হতে কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, সেপেল্টসফিল্ডের অফিসিয়াল ওয়েবসাইটের ছবির গ্যালারিতেও একই রাস্তার ছবি খুঁজে পাওয়া যায়। ছবির বিবরণে বলা হয়েছে, ৫ কি: মি: লম্বা এই রাস্তার দুপাশে পাম গাছগুলো অর্থনৈতিক মহামন্দার (Great Depression) সময় সেপেল্টস ফিল্ডের কর্মীরা রোপণ করেছিল। প্রসঙ্গত, সেপেল্টস ফিল্ড অস্ট্রেলিয়ার একটি পর্যটন স্থান।
সেপেল্টস ফিল্ড এর ইন্সটাগ্রাম একাউন্টেও রাস্তার ছবি পোস্ট করতে দেখা গেছে। অর্থাৎ ভাইরাল পোস্টের রাস্তাটি মদিনার নয়, অস্ট্রেলিয়ার সেপেল্টস ফিল্ড রোডের।
সুতরাং অস্ট্রলিয়ার একটি রাস্তার ছবিকে সৌদি আরবের মদিনার রাস্তা বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে; যা বিভ্রান্তিকর।