ফেক নিউজ
ম্যাক্রোর উপর ডিম নিক্ষেপের ঘটনাটি সাম্প্রতিক নয়
২০১৭ সালের ফরাসী প্রেসিডেন্ট নির্বাচনের কিছুদিন পূর্বে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত হওয়া গেছে।
কিছু মানুষের সাথে কথা বলা অবস্থায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপর ডিম নিক্ষেপের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফ্রান্সে সম্প্রতি মুহাম্মদ (স)-কে নিয়ে কার্টুন অঙ্কন ইস্যুতে ফ্রান্স ও ফরাসী পন্য বয়কটের আহবান জানিয়ে বিভিন্ন ফেসবুক পোস্টে ভিডিওটি সংযুক্ত করে দাবী করা হচ্ছে কিছু মুসলিম এই ঘটনার প্রেক্ষিতে ম্যাক্রোর উপর ডিম নিক্ষেপ করেছেন।
ফ্যাক্ট চেক:
ভিডিওটির ফ্রেম ও বিভিন্ন কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায় ভিডিওটি ২০১৭ সালের ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের সময়ের ঠিক কিছুদিন পূর্বের। ইমানুয়েল ম্যাক্রো তখনো প্রেসিডেন্ট নির্বাচিত হননি। ২০১৭ সালের মার্চে এক কৃষিবিষয়ক অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। এ বিষয়ক প্রতিবেদন দেখুন এখানে।
L'Express নামক একটি ভেরিফায়েড ইউটিউব চ্যানেল থেকেও ভিডিওটি ২০১৭ সালের ১ মার্চ আপলোড করা হয়। দেখুন এখানে।
ভিন্ন প্রেক্ষাপটের পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা বিভ্রান্তিকর।
Claim : ফ্রান্সের,প্রেসিডেন্ট ম্যাক্রন কে,মুসলিম ভাইয়েরা তারা তাকে ডিম দিয়ে পেটালো
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story