২০১৬ সালের ভিডিওকে ফরাসি পণ্য বর্জনের ভিডিও দাবি করে প্রচার
২০১৬ সালের একটি পুরানো ভিডিওকে সাম্প্রতিক ফরাসী পণ্য বয়কটের ভিডিও বলে ফেসবুকে ছড়ানো হচ্ছে।
ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, বেশ কিছু কন্টেইনার থেকে পণ্য মরুভূমিতে ফেলা দেয়া হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, আরব দেশগুলো থেকে এভাবে ফরাসী পণ্য বয়কট করা হচ্ছে। দেখুন এমন কিছু ফেসবুক পোস্ট এখানে, এখানে, এখানে। এছাড়া আর্কাইভ দেখুন এখানে।
'Masood Sayedee - মাসুদ সাঈদী' নামক একটি ভেরিফায়েড পেইজ থেকে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে ক্যাপশনে দাবি করা হয়--
"আরব দেশ গুলো ফ্রান্সের সকল পন্য সামগ্রী বর্জন করে তা মরুভূমির মধ্যে ফেলে দিচ্ছে।
ধ্বংস হয়ে যাক অভিশপ্ত ফ্রান্সের অর্থনীতি।"
ফ্যাক্ট চেক:
বুমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক ফরাসী পণ্য বয়কট ক্যাম্পেইন এর সাথে সম্পর্কিত নয়। বরং আসল ভিডিওটি বেশ আগের, ২০১৬ সালের নভেম্বর মাসের।
এছাড়া এ সংক্রান্ত আল-আরাবিয়ার ২০১৬ সালের ১৭ নভেম্বরের একটি খবরে এ ভিডিওটির একটি বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। উক্ত খবরে বলা হয়, মূলত সৌদি আরবের আল-ক্বাসিম অঞ্চল থেকে প্রায় ৮০ হাজারের মত মেয়াদোত্তীর্ণ মুরগী জব্দ করে তা ধ্বংস করার জন্যে কন্টেইনারে করে উক্ত স্থানে আনা হয়।
তাই, ১৬ সালের এই ভিডিওকে আরবদেশের সাম্প্রতিক ফরাসি-পণ্য বর্জনের ভিডিও হিসেবে দাবি করা ভিত্তিহীন এবং ভুয়া।