ফেক নিউজ
ফেনীর ভিডিওকে বিভ্রান্তিকরভাবে প্রচার
ভিডিওটি গত অক্টোবরে ধর্ষণের বিরুদ্ধে নোয়াখালীর উদ্দেশ্যে লংমার্চকারীদের বাধা দেওয়ার সময়ের বলে নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ।
সামাজিক মাধ্যমে ফেসবুকে 'সরাসরি.. পুলিশের হা'ম'লা, ভিপি নুরের প্রতিবাদ ! প্রধানমন্ত্রীর গদি ছাড়তে স্লোগানে স্লোগানে মুখরিত' ক্যাপশন দিয়ে একটি ভিডিও ছড়ানো হচ্ছে যা ইতোমধ্যে কয়েক হাজার শেয়ার হয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে এই ভিডিওটি পুরনো।
২০২০ সালের ১৭ অক্টোবর দেশব্যাপী ধর্ষণবিরোধী আন্দোলন চলাকালীন 'ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ' নামের ব্যানারে বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য নয় দফা দাবিতে ঢাকার শাহবাগ থেকে নোয়াখালী অভীমুখে লংমার্চ শুরু করেন। লংমার্চটি ফেনীতে পৌছানোর পর তাদের উপর হামলা হয়। লংমার্চকারীরা সেসময় হামলার জন্য পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযুক্ত করেন। এ সংক্রান্ত খবর দেখুন এখানে, এখানে ও এখানে।
ফেসবুকে সেসময়ও 'সরাসরি..পুলিশের হা'ম'লা, ভিপি নুরের প্রতিবাদ ! প্রধানমন্ত্রীর গদি ছাড়তে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা' শিরোনামে ভিডিওটি ছড়ায়।
ফেনীতে লংমার্চকারীদের উপর হামলার একইরকম আরেকটি ভিডিও দেখুন এখানে।
সুতরাং এটা নিশ্চিত যে এটি সাম্প্রতিক কোন ঘটনার ভিডিও নয়।
Claim : পুলিশের হামলার ভিডিও
Claimed By : Facebook posts
Fact Check : Misleading
Next Story