শ্রমিক-পুলিশ সংঘর্ষের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি গত মার্চ মাসে ঢাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনার; সাম্প্রতিক ঘটনার বলা বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি সংঘর্ষের ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে, এটি সাম্প্রতিক কোপা আমেরিকার টুর্নামেন্ট চলাকালে বাংলাদেশের একটি সংঘর্ষের ভিডিও। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ৮ জুলাই 'জুবায়ের ইশান' নামের একটি ফেসবুক পেজ থেকে ৩ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে বলা হয়, '#আমরা_আছি_কোপা_আমেরিকা_নিয়ে...! এদিকে পু*লিশ লী/গের সাথে চলে ক্ষুধার্ত মানুষের চলছে ফাইনাল ম্যাচ...!' দেখুন পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সম্প্রতি কোপা আমেরিকা টুর্নামেন্ট চলাকালের নয়। একাধিকভাবে সার্চ করে দেখা গেছে, গত ১৬ মার্চ একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে এই ভিডিওটির একটি দীর্ঘ ভার্সন প্রকাশ করা হয়েছিল। 'Eyenewsbd.com' নামের ওই পেজে আপলোড করা ভিডিওটির ১ মিনিট থেকে ভাইরাল হওয়া ভিডিওটি শুরু হয়েছে। দেখুন স্ক্রিনশট--
এই ভিডিওটির পোস্টে বলা হয়, 'পুলিশের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষে | Eye News BD'। এই পোস্টে বিস্তারিত তথ্য না থাকায় ভিডিওটি সম্পর্কে আরো জানতে ১৬ মার্চ বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমে খোঁজ করলে ঘটনাটির ব্যাপারে নিশ্চিত হয়, বুম বাংলাদেশ।
ওই দিনে প্রথম আলোসহ মূলধারার একাধিক সংবাদমাধ্যমে পুলিশ ও গার্মেন্ট শ্রমিকদের মধ্যকার সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছিল। 'তেজগাঁওয়ের সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ' শিরোনামে প্রথম আলো জানায়, গত ১৬ মার্চ কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকার তেজগাঁও এ দুটি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামলে পুলিশের সাথে এই সংঘর্ষ বাঁধে। দেখুন প্রথম আলোর খবরটির স্ক্রিনশট--
অপরদিকে এবারের কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হয় গত ১৩ জুন এবং শেষ হয় গতকাল ১১ জুলাই। দেখুন এ সংক্রান্ত একাধিক খবর এখানে এবং এখানে।
অর্থাৎ গত মার্চ মাসের শ্রমিক-পুলিশ সংঘর্ষের একটি ভিডিওকে ভুয়া দাবিতে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।