নুরের পুরোনো ভিডিও নতুন করে লাইভ মুডে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, নুরুল হক নুরের বক্তব্যের এই ভিডিওটি ২০১৯ সালের, যেটি সম্প্রতি লাইভ মুডে প্রচার করা বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে একটি ভিডিও লাইভ করা হয়েছে যেখানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। দেখুন ভিডিওটির লিংক এখানে।
গত ১৩ জুলাই Nurul Haque Nur নামের একটি ফেসবুক পেজ থেকে একটি লাইভ করা হয়েছে যেখানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। ভিডিওটির লাইভ মুডে সম্প্রচার দেখে মনে হচ্ছে, বর্তমান করোনাকালীন সময়ে ঘোষিত লকডাউন চলাকালে কোনো এক সমাবেশে বক্তৃতা করছেন নুর। ১৭ মিনিট ৩৬ সেকেন্ডের এই লাইভটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয়। সার্চ করে দেখা গেছে, একই ভিডিও ২০১৯ সালের নভেম্বর মাসের বিভিন্ন সময়ে একাধিক ফেসবুক পেজে আপলোড করা হয়েছিল। ফেসবুকে নানান কিওয়ার্ড সার্চ করে তন্মধ্যে সবচেয়ে পুরনো ভিডিওটি পাওয়া গেছে যা আপলোড করা হয় ২০১৯ সালের ৬ নভেম্বর। দেখুন Hasan Al Hadi নামের ব্যক্তিগত প্রোফাইল থেকে আপলোড করা ভিডিওটির স্ক্রিনশট--
এছাড়া একই ভিডিও ২০১৯ সালের নভেম্বর মাসে একাধিক ফেসবুক আইডি ও পেজে পাওয়া গেছে। একটি অনলাইন পত্রিকার পেজে আপলোড করা একই ভিডিও'র স্ক্রিনশট দেখুন--
এই ভিডিওটি দেখুন এখানে।
এছাড়া আরো দুটি ভিডিও দেখুন যা ২০১৯ সালে আপলোড করা হয়েছিল এখানে এবং এখানে।
তবে সমাবেশটি সম্পর্কে তেমন কোনো বিস্তারিত তথ্য কোথাও খুজে পাওয়া না গেলেও ভিডিওটি যে সাম্প্রতিক কোন সমাবেশের নয়, সে ব্যাপারে নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ।
অর্থাৎ প্রায় দুই বছর পুরোনো কোন এক সমাবেশে দেয়া নুরুল হক নুরের বক্তব্যকে নতুন করে লাইভ মুডে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।নুরের