পুরোনো ভিডিওকে লকডাউন বিরোধী ঝাড়ু মিছিল বলে বিভ্রান্তিকর প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, এটি ২০২০ সালের সেপ্টেম্বরে বকেয়া বেতন পেতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভের ভিডিও; লকডাউন বিরোধী নয়।
ঝাড়ু হাতে বিক্ষোভরত একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করা হচ্ছে, লকডাউনের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের ভিডিও এটি। দেখুন এমন দুটি লিংক এখানে এবং এখানে।
গত ৮ জুলাই 'Nurul Haque Nur' নামের একটি ফেসবুক পেইজ থেকে এমন একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "লকডাউনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল পুলিশকে চরম ধোলাই করলো শ্রমিকরা। লকডাউনের পূর্বে আন্দোলন।" দেখুন সেই পোস্টের একটি স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এটি লকডাউনের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের ভিডিও নয়। ২ মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওটির ২৯ সেকেন্ড থেকে একটি ব্যানার দেখা যাচ্ছে। কিন্তু সে ব্যানারের দু'য়েকটা শব্দ বোঝা গেলেও পুরো লেখাটি স্পষ্ট নয়। দেখুন স্ক্রিনশট--
তবে ফেসবুকে নানাভাবে সার্চ করে একটু ভাল রেজ্যুলেশনের ২ মিনিট ৪১ সেকেন্ডের হুবহু এই ভিডিওটি খুঁজে পাওয়া গেছে। 'ঝাড়ু মিছিল' শিরোনামে গত ৩ জুলাই ভিন্ন একটি গ্রুপে ভিডিওটি আপলোড করা হয়। সেখানে ২৯ সেকেন্ড থেকে ব্যানারের লেখাগুলো অনেকটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। দেখুন স্ক্রিনশট--
ভাল রেজ্যুলেশনের এই ভিডিওটির ব্যানারের লেখা পড়ে ধারণা করা যায়, 'ড্রাগন গ্রুপ' নামের কোনো শিল্প কারখানার শ্রমিকদের দাবি-দাওয়া সম্বলিত ব্যানার এটি। এবার ব্যানারে প্রাপ্ত তথ্যকে সুত্র হিসেবে ধরে বিস্তারিত সার্চ করে উক্ত মিছিলের আরেকটি ফুটেজ পেয়েছে বুম বাংলাদেশ, যেখানে উক্ত ব্যানারসহ ভিডিওটির সময়কাল সংক্রান্ত একাধিক তথ্য পাওয়া গেছে। সেই ফুটেজটি 'গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র' নামের ফেসবুক পেজ থেকে গত ৭ সেপ্টেম্বর লাইভ করা হয়। দেখুন ভিডিওটির স্ক্রিনশট--
দেখুন সেই লাইভ ভিডিওটি এখানে।
অর্থাৎ ২০২০ সালের ৭ সেপ্টেম্বর ড্রাগন গ্রুপের শ্রমিকদের বকেয়া আদায়ের দাবিতে আন্দোলনের ভিডিও এটি।
এছাড়া তৎকালে মূলধারার একাধিক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিল। তন্মধ্যে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টুয়েন্টিফোরের এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখুন এখানে।
অতএব ২০২০ সালে শ্রমিকদের ভিন্ন দাবির একটি বিক্ষোভের ভিডিওকে সম্প্রতি লকডাউন বিরোধী ঝাড়ু মিছিলের বলে দাবি করা হচ্ছে; যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।