ভিডিওটি সাম্প্রতিক কোনো ঝড়ের নয়
মূলত কলম্বিয়ার একটি শহরে বন্যার ভিডিওকে সাম্প্রতিক ঘটনা বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে
সামাজিক মাধ্যমে একটি বন্যার ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের। দেখুন এমন একটি লিংক এখানে।
গত ২৬ মে 'সমাজ ভাবনা ইনামুল' নামের ফেইসবুক পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, ভিডিওটি আজকের অর্থাৎ এ বছরের ২৬ মে'র। দেখুন স্ক্রিনশট-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি ২০১৭ সালে কলম্বিয়ার এক বন্যার। প্রথমত, ভিডিওটির ৩ মিনিট ১৮ সেকেন্ডে একটি দোকানের সাইনবোর্ড দেখা যাচ্ছে। যেখানে স্প্যানিশ ভাষায় লেখা আছে, Tienda y Estadero La Costeña"
নামটি গুগলে সার্চ করলে দেখা যায়, এটি মূলত কলম্বিয়ার বাররানকুইল্লা শহরের একটি বার। এছাড়া গুগল স্ট্রিট ভিউতেও সেই রাস্তাসহ উক্ত বারের একটি ছবি পাওয়া গেছে।
পরবর্তীতে সেই শহরের নামের সুত্র ধরে আমরা সেই বন্যার একটি ভিডিও ইউটিউবে পেতে সক্ষম হই। Combomix নামের একটি ইউটিউব চ্যানেলে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের হুবহু সেই ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির ডেসক্রিপশন অংশে বলা হয়, কলম্বিয়ার বাররানকুইল্লাতে একজন নারীকে বাচানোর চেষ্টা করছে পুলিশ।
অর্থাৎ অন্তত ২০১৭ সালের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের বলে দাবি করা হয়েছে পোস্টটিতে, যা বিভ্রান্তিকর।